ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ভারতে মহানবীকে অবমাননা, উত্তরায় আলেম ও ছাত্র-জনতার বিক্ষোভ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৬:২

ভারতের ক্ষমতাসীন বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল সেন্টারের সামনে থেকে বিশাল মিছিলটি যাত্রা শুরু করে জসীমউদ্দিন রোড হয়ে বিএনএস সেন্টারে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়। 

বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে আশপাশের বিভিন্ন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম এবং হাজারো মুসল্লি অংশ নেন।

সমাবেশে বক্তারা ভারতের পুরোহিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতেশ রান কর্তৃক নবীজির (সা.) অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা ভারত সরকারের কাছে অবিলম্বে এই দুই কটূক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। 

এ ছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগিরি ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান বক্তারা। 

প্রত্যেক সাম্রাজ্যে যেমন শেষ সীমানা থাকে তেমনই মুসলামানদের শেষ সীমানা রাসূলের ইজ্জত। এখানে যে সীমা লঙ্ঘন করবে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বলেও বক্তারা কড়া হুশিয়ারী দেন। 

সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বর্জন করে চোখে চোখ রেখে কথা বলার পররাষ্ট্র নীতি গ্রহণ করার দাবি জানানো হয়। সেই সঙ্গে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কৃত সব চুক্তিকে দেশের স্বার্থের অনুকূলে নবায়ন করারও দাবি জানান তারা। 

বক্তারা আরো বলেন, নবীজির (সা.) অবমাননার প্রতিবাদ ও ভারতবিরোধী এই সমাবেশ ও বিক্ষোভ সবে শুরু। ভারত সরকার যদি কটূক্তিকারীদের বিচার না করে, ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না করে এবং সেই সঙ্গে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা বন্ধ না করে তাহলে এ দেশের  রাসূলপ্রেমিক মুসলমান ও দেশপ্রেমিক জনগণ ভারতের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা ১২ নং সেক্টর মসজিদের খতীব আল্লামা নাজমুল হাসান কাসেমী, আল্লামা জুনায়েদ আল হাবিব (দা. বা.) , জামিয়া সুবহানিয়া মুহতামিম মাওলানা মহিউদ্দিন মাসুম, উত্তরা ৩ নং সেক্টর তাকওয়া মসজিদের খতীব মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী,  মাওলানা আনিসুর রহমান, মাওলানা কেফায়েতুল্লাহ নোমানী,মাওলানা নুরুল ইসলাম সহ বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ফরহাদ সোহেল,এহসান সাদী, মাহতাব খান বাধন, তানভির আহমেদ, রফিকুল ইসলাম আইনীসহ বৃহত্তর উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এমএসএম / জামান

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ