পুরনো মেজাজে ফিরছে খুলনা বিশ্ববিদ্যালয়
![](/storage/2024/September/xckQDWMMNn1KLRK0hgEpBZboQSJdA0oowc6kE4n6.jpg)
খুলনা বিশ্ববিদ্যালয়।একটি নাম, একটি আদর্শ। ১০৬ একরের সাজানো গোছানো ক্যাম্পাস। রাজনীতিমুক্ত প্রাঙ্গণ। নেই কোনো সেশনজট। যেখানে পড়ার স্বপ্ন দেখে হাজার হাজার শিক্ষার্থী। প্রচণ্ড একাডেমিক চাপকে পাশ কাটিয়ে এই ক্যাম্পাস কখনো ভুলে যায় না বারো মাসে তেরো পার্বণ উদযাপন করতে। যদিও এর খানিকটা ভাটা পড়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। তখন আবার আবিষ্কার হয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন রূপের। রণাংদেহীর চির বিদ্রোহী রূপে খুলনার আকাশ-বাতাস উত্তোলিত হয়েছিল বারংবার। ঘটেছিল খুবির ডাকে খুলনার বৃহৎ গণঅভ্যুত্থান। কিন্তু সেসব কাটিয়ে আবার খুবি ফিরছে তার চিরচেনা আমেজে।
অসময়ে বর্ষার চোখ রাঙানিকে উপেক্ষা করে খুবির আকাশে দেখা মিলছে শরতের স্নিগ্ধতার। তাই তো ঋতুরানীর আগমনকে কেন্দ্র করে এবং ঐতিহ্যবাহী এই ঋতুর আবহমান প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের (৩য় বর্ষ) শিক্ষার্থীরা ইতোমধ্যে আয়োজন করেছেন শরৎ সঞ্চার-১৪৩১-এর, যার স্লোগান ছিল 'শরতের আকাশ গায় মুক্তির গান, পিঠার স্বাদে জাগে ঐতিহ্যের প্রাণ'। গত ২৫ শে সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শরৎকে বরণ করা হয়েছে মহাসমারোহে। ২৬ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের গানের সংগঠন কৃষ্টির আয়োজনে হয়েছে 'আলোর পথযাত্রী' অনুষ্ঠান, যার শীর্ষক ছিল রক্তের প্লাবনে স্বাধীনতার সুর। এ অনুষ্ঠান দুটিতে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রয়েছে বিশ্ববিদ্যালয়ের আরেকটি গানের সংগঠন ভৈরবীর আয়োজনে 'প্রিয়া ক্যাফে সিজন-২' অনুষ্ঠান।'সত্য সুরে সংশপ্তক' প্রতিপাদ্যে ক্যাফেটেরিয়ায় উদযাপিত হতে যাচ্ছে এই সাংস্কৃতিক সন্ধ্যার। এ যেন এক সুরের মাধুর্য, একাত্মতার অনুভূতি, স্মৃতিময় মিলনমঞ্চ। মূলত শরতকে বরণ এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে বীর শহীদের স্মরণে এই অনুষ্ঠান। আলো, সুর আর স্মৃতির মায়াবী মোহে মোড়ানো 'প্রিয়া ক্যাফে'-তে সংযোজিত হবে জনপ্রিয় ব্যান্ড ‘সহজিয়া’।
হলগুলোর মধ্যে চলছে একরকম শীতল যুদ্ধ। ছেলেদের তিনটি হল। সংক্ষেপে পরিচিত বাবা, খাজা, খাবা। কার হল কতটা রাজকীয় সেটা প্রমাণে শিক্ষার্থীরা নেমেছে সুস্থ প্রতিযোগিতায়। হলগুলো সাজানো হচ্ছে সোনালি আলো এবং গেট দিয়ে। থাকছে কাওয়ালী সন্ধ্যা এবং রাজকীয় সব খাওয়া-দাওয়া। এই প্রতিযোগিতার শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আজ থাকছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলের (খাবা) শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা। তারা আবার আয়োজন করছেন গরু-খাসির ভোজ। ২৮ সেপ্টেম্বর (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের আয়োজনে হবে 'নবাবী খানা' এবং সাংস্কৃতিক সন্ধ্যা, যার প্রতিপাদ্য ‘খাবো মোরা গরু-খাসি, আমরা সবাই বাবাবাস ‘। এখানেই শেষ নয়, সব সাংস্কৃতিক সংগঠন ও হল যখন এসব আয়োজন করছে তখন পিছিয়ে নেই খান জাহান আলী হল। যেটি শিক্ষার্থীদের মাঝে ‘রাজার হল’ নামে খ্যাত। ৪ অক্টোবর খান জাহান আলী হলের শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত হবে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। আর অন্যদিকে জমে উঠেছে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর আসর। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। হাসি-ঠাট্টা ও গল্পে জমে উঠছে প্রতিটি অনুষ্ঠান।
এসব বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোনায়েম খান সজীব বলেন, খুবির এই প্রাণোচ্ছল পরিবেশ ফিরে আসা আমাদের সবার জন্য একটি আশীর্বাদ। ক্যাম্পাসে নতুন করে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজিত প্রতিটি অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের মধ্যে সংহতি ও বন্ধুত্বের বন্ধন আরো মজবুত করছে। এই ধরনের উৎসব আমাদের মানসিকভাবে চাঙ্গা রাখে।
এমএসএম / জামান
![](/storage/2025/February/Q5lmI3V7fJjyxW7gvUQmcMwfGzzMdIr4uLSYN2lX.jpg)
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ
![](/storage/2025/February/VtEQ6IH5sXaD387LSDqSy5wvN1wRsmCrEYFkzel3.jpg)
গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা
![](/storage/2025/February/L5IAIP3vv5MU6JL8FNhpMJMAXkqfV5ejWryxkbHt.jpg)
রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান
![](/storage/2025/February/Bar9YTz49JkAOjekO1tpO6PVQAB4ICP8aXc1k52q.jpg)
মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর
![](/storage/2025/February/Q5k1a9DnI5P5ogATGyGV8ofeNzS1LCHQ82kxB7lK.jpg)
হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান
![](/storage/2025/February/BoDbokqMMkQkYaYNSMnsK5QuocWlar38qgF4m2Xt.jpg)
বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম
![](/storage/2025/February/pf7lR9v8DjdgCPXwIUcteCGt4RZobphaZUh5cjQy.jpg)
জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের
![](/storage/2025/February/yEu32EGvxLkA0sPq8TD1dWA6EKToivimuvBaEP5H.jpg)
পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
![](/storage/2025/February/jb1QMRfztHX10wLODngGl0USI6BJ9J2Bdf9UEc8U.jpg)
জাবিতে হিজাব দিবসের র্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল
![](/storage/2025/February/rP43gEStOdfxJsTOBZ2QXAgZPrLTxUVDNn8nXLR7.jpg)
গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের
![](/storage/2025/February/H6bmEyOmiTrfJHf1ySNj7bYVeo9QEa9YQgtjC8x4.jpg)
সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন
![](/storage/2025/February/Madb2pvsM0ODmbHEWlhKv9JefgyvcltQEfeeqrqu.jpg)
নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা
![](/storage/2025/February/hsYkM1CjRvWSVL3PXl7blGnsm4djou7u6rAPJsMV.jpg)