গুরুদাসপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় সংখ্যালঘু হিন্দু মদন শর্মার পরিবারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি বর্তমানে নিরাপত্তহীনতায় ভুগছেন। মদন শর্মা ওই মহল্লার স্বর্গীয় সাধন শর্মার ছেলে। পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মদন শর্মা তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত দুলাল সরকার একই মহল্লার মৃত আছের সরকারের ছেলে ও গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে মদন শর্মা অভিযোগ করে বলেন, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি একটি ফেসবুক লাইভে এসে ‘‘চাঁচকৈড় বাজারে নীরবে চাঁদাবাজি চলছে’ এমন মন্তব্য করেন। আগামী পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী দুলাল সরকারের নাম উল্লেখ করে লাইভে তিনি আরো বলেন, রাজনীতি করতে হলে আগে মানুষকে ভালোবাসতে শিখুন। ওই লাইভের সূত্র ধরে ওই দিনই দুপুর ২টার দিকে বিএনপি নেতা দুলাল সরকারের অনুগত মিন্টু জামাদার ও মিলনের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল মদনের বাড়িতে হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত ও নির্যাতন করে।
মদন শর্মা আরো জানান, ঘটনার পরদিন বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি থানায় লিখিত অভিযোগ করতে যান। এসময় থানার মধ্যেই তিনি আরেক দফা হামলার শিকার হন। এসময় দুলাল সরকার নিজে মারধোর করেছেন বলেও অভিযোগ করেন মদন শর্মা। এসময় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু নবাগত ওসি সরওয়ার হোসেনের সঙ্গে দেখা করতে থানায় অবস্থান করেন। সেই সুবাদে ঘটনাস্থলে উপস্থিত থেকে দুলাল সরকার ও তার লোকজনকে থামানোর চেষ্টা করেন মশিউর রহমান বাবলু। তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে মশিউর রহমান ও দুলাল সরকারের সর্মথকদের মধ্যে হাতাহাতির রুপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উভয় পক্ষকে বুঝিয়ে থানার বাহিরে বের করে দেন পুলিশ।
এ সময় মদন শর্মার স্ত্রী শ্যামলী রানী বলেন, তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর নির্যাতন করছে তারা।
এ বিষয়ে জানতে চাইলে দুলাল সরকার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, মদন শর্মা আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনৈতিক মান-সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু মাদকাশক্ত মদন শর্মাকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছেন। আমার রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করতে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু মদন শর্মাকে থানার মধ্যে বাধা প্রদান ও লাঞ্ছিত করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা ওসি সাহেবের রুমে ঘটে। আমি ঘটনাটি নিবৃত করার চেষ্টা করেছি। দুলাল মেয়র হওয়ার স্বপ্নে বিভোর। তাই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেই পারেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
