ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাস্তা খুঁড়ে চলছে ডেসকোর সংস্কারকাজ, ভোগান্তিতে জনগণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৯-৯-২০২৪ বিকাল ৭:৫৭

রাজধানীর উত্তরার ৮নং সেক্টরের বিভিন্ন সড়কে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই চলছে ডেসকোর সংস্কারকাজ। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীসহ সাধারণ জনগণ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ৮নং সেক্টরের ১১নং সড়কের মূল অংশে রাস্তা কেটে ডেসকোর ভূগর্ভে তার বসাতে দেখা গেছে। এই সংস্কারকাজ করতে গিয়ে সড়ক খুঁড়ে পাশেই ফেলা হচ্ছে মাটি ও বালু। এ কারণে সড়কটি সংকীর্ণ হওয়ায় পথচারীরা হাঁটতে পারছে না এবং যানবাহন চলালত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে।

তবে সিটি কর্পোরেশনের করা রাস্তা খোঁড়ার বিষয়টি একদিকে যেমন ভোগান্তি, অন্যদিকে কাজ শেষে খোঁড়া খানাখন্দ অংশ যত্রতত্র ভরাট করে রেখে যাওয়ায় একটু বৃষ্টিতে কাদা ও গর্তের সৃষ্টি হচ্ছে। সিটি কর্পোরেশনের রোড কাটিং নীতিমালা থাকলেও তার তোয়াক্কা করছে না, এমনটাই অভিযোগ উঠেছে ডেসকোর কর্মকর্তাদের বিরুদ্ধে।

উন্নয়ন প্রকল্প, খোঁড়াখুঁড়ি ও জনভোগান্তি রোধে সড়ক খনন নীতিমালা থাকলেও সেটা উপেক্ষিত। নীতিমালায় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খননকাজ পরিহার করার কথা উল্লেখ থাকলেও সেটা মানা হচ্ছে না। এক্ষেত্রে আন্তঃসংস্থা সমন্বয় নেই। সিটি করপোরেশনের কাছে বার্ষিক কর্মপরিকল্পনা প্রদানের কথা বলা থাকলেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তেমন সাড়া পাওয়া যায় না।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এসডি রাসেল বলেন, এই রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে আমরা ঠিকমতো হাঁটতে পারি না, রিকসা দিয়েও ঠিকমতো কাজে যেতে পারি না। রাস্তাটি দ্রুত ঠিক করে চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

ডেসকোর ঠিকাদারি প্রতিষ্ঠান ভূঁইয়া মাসুদ জেভি’র কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনি আগামীকাল সকালে অফিসে আসেন, বসে কথা বলব।

ডেসকোর রোড কাটিংয়ের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ইশতিয়াক মাহমুদকে তার কার্যালয়ে পাওয়া যায়নি, তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনি আমাদের হেড অফিসে গিয়ে সিটি কর্পোরেশনের জনপ্রশাসন শাখা থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। আমার জানামতে ৮নং সেক্টরের ১১নং সড়কে কোনো সংস্থাকে রাস্তা কাটিং পার্মিট দেয়া হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আমি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব।

জনভোগান্তি কমাতে বিশেষজ্ঞরা বলছেন, এলাকাভিত্তিক কমিউনিটি গ্রুপের সাথে সেবা সংস্থার আলোচনা ও করণীয় নির্ধারণ, সড়ক খনন নীতিমালা যথাযথভাবে অনুসরণ, নীতিমালা অনুযায়ী ‘ওয়ান স্টপ’ সমন্বয় সেল এবং সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক কয়েকটি মনিটরিং সেল দ্রুত কার্যকর করা প্রয়োজন।

T.A.S / জামান

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ