মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগান আর মৎস্য সেক্টরের সুনীল অর্থনীতির অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিনব্যাপী মাইকিং, প্রচারণা ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ক্ষেত্র সহকারী শরীফ আহমেদ, মাহবুবুর রহমান, অফিস সহকারী জিয়াউর রহমান ও গোলাম রব্বানী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন, দপ্তর সম্পাদক রওশন আলম, আক্তারুজ্জামান প্রমুখ।
এমএসএম / জামান