ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:২৩

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) পদ্ধতি চালু ও আমডাঙ্গা খাল খননসহ প্রশস্ত করার দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন করেছেন দুর্ভোগে থাকা মানুষেরা। ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে পানিবন্দি এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির সরদার শরীফ হোসেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সমন্বয়ক চৈতন্য কুমার পাল, অবসরপ্রাপ্ত চিফ পেটি কর্মকর্তা এমএ গফুর, সাংস্কৃতিককর্মী গাজী ইকবাল কবির, ভুক্তোভগী ইউনুস আকুঞ্জি, মাওলানা আবু জাফর, বশির আহমেদ, সাংবাদিক তাওহীদ হাসান উসামা, মিসেস মিতা, ওয়াফিয়া ওয়ালিদ অর্পা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পানি সরাও-মানুষ বাঁচাও। আমরা ত্রাণ চাই না, জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চাই। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম পদ্ধতি চালু করার পাশাপাশি অভয়নগরে আমডাঙ্গা খাল খননসহ প্রশস্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেয়া হবে। আগামী ৫ অক্টোবরের মধ্যে জলাবদ্ধতার সমাধান না হলে ৬ অক্টোবর যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে নতুন কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। 

প্রসঙ্গত, দুই দফা টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে পড়ায় যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া, পায়রা, সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়নের ৩০ গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া নওয়াপাড়া পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে একই অবস্থা সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ।

এমএসএম / জামান

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন