ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) পদ্ধতি চালু ও আমডাঙ্গা খাল খননসহ প্রশস্ত করার দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন করেছেন দুর্ভোগে থাকা মানুষেরা। ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে পানিবন্দি এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির সরদার শরীফ হোসেন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সমন্বয়ক চৈতন্য কুমার পাল, অবসরপ্রাপ্ত চিফ পেটি কর্মকর্তা এমএ গফুর, সাংস্কৃতিককর্মী গাজী ইকবাল কবির, ভুক্তোভগী ইউনুস আকুঞ্জি, মাওলানা আবু জাফর, বশির আহমেদ, সাংবাদিক তাওহীদ হাসান উসামা, মিসেস মিতা, ওয়াফিয়া ওয়ালিদ অর্পা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পানি সরাও-মানুষ বাঁচাও। আমরা ত্রাণ চাই না, জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চাই। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম পদ্ধতি চালু করার পাশাপাশি অভয়নগরে আমডাঙ্গা খাল খননসহ প্রশস্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেয়া হবে। আগামী ৫ অক্টোবরের মধ্যে জলাবদ্ধতার সমাধান না হলে ৬ অক্টোবর যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে নতুন কর্মসূচি ঘোষণা করেন বক্তারা।
প্রসঙ্গত, দুই দফা টানা বৃষ্টি ও নদ-নদীর পানি ঢুকে পড়ায় যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া, পায়রা, সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়নের ৩০ গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া নওয়াপাড়া পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে একই অবস্থা সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার মানুষ।
এমএসএম / জামান
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক