ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কুতুব‌দিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবা‌দিকের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:২৯

কক্সবাজারের কুতুব‌দিয়ায় নেশাগ্রস্ত বখাটে ছেলে কর্তৃক মা-‌বোন‌কে মারধর করে ঘরে থেকে বের করে দেয়ার ঘটনায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক ভোরের কাগজ ও কক্সবাজার পত্রিকার সাংবাদিক এমএ মান্নানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপবাদ ও অপপ্রচার করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। 

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির সিকদারপাড়ার মৃত নুরুল আলমের ছেলে ইব্রাহিম ফায়দা হাসিলের জন্য কৌশলে সাংবাদিক মান্নানের সাথে সম্পর্ক তৈরি করেন। বিভিন্ন সময় দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যেতেন। পারিবারিক নানা অনুষ্ঠানে দাওয়াত করতেন। সমস্যায় পড়লে সাংবাদিক মান্নানের পরামর্শ ও সাহায্য নিতেন। এলাকার মানুষও বিষয়টি জানতেন। 

এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, মৃত নুরুল আলমের এক ছেলে এবং দুই মেয়ে। সবাই বিবাহিত। তাদের পারিবারিক বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিক মান্নান দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। বিষয়টিকে আবার অনেকেই খারাপ চোখে দেখেছেন। কিন্তু পরোপকারী সাংবাদিক অপবাদগুলোকে মাথায় নেননি। এখন ইব্রাহিম নামের ওই ছেলে মায়ের সাথে সাংবাদিকের পরকীয়ার সম্পর্ক আছে বলে অপবাদ দিচ্ছে।

অপবাদের বিষয়ে জানতে চাইলে ইব্রাহীমের মা জয়নব বেগম বলেন, আমার বয়স ৫০-৬০ বছর। ইব্রাহিমের বাবা মারা গেছে সাত বছর আগে। আমার ছেলেকে অনেক কষ্টে বড় করেছি। ব্যবসা ধরিয়ে দিয়েছি। এখন সেই ছেলে আমাকে মারধর করে, ঘরে থাকতে দেয় না। কেউ আমার পক্ষে কথা বললে তাকেই নানা অপবাদ দেয়। আমাকে বিশ্রী ভাষায় গালাগালি করে। মান্নানের সাথে আমার ছেলের সম্পর্ক। আমার পক্ষে কথা বলায় এখন তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। 

তিনি আরো জানান, সরকার পতন হলে ছোট মেয়ের ছাত্রলীগ স্বামী এলাকা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়। ইব্রাহিমের ইন্ধনে ছোট বোন কোলের শিশুকে নিয়ে মায়ের কাছে আশ্রয় নেয়। পরে ভাই ইব্রাহিমের পরামর্শে কুতুবদিয়া আদালতে স্বামীর বিরুদ্ধে  ভরণ-পোষণ মামলা করে ছোট বোন। বিষয়টি সমাধানের জন্য ইব্রাহিম সাংবাদিক মান্নানের কাছে যায়। তিনি বিষয়টি রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা করেন। এতে ইব্রাহিমের ছোট বোনের স্বামী মিজবাহ সাংবাদিকের ওপর ক্ষেপে যান। অপবাদের শুরু হয় এখান থেকে। নানাভাবে হুমকি দিতে থাকে মিজবাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচারও চালাতে থাকে।।

এর কিছুদিন না যেতেই ইব্রাহিমের স্ত্রীর সাথে ছোট বোনের ঝগড়া হয়। এ ঘটনায় ইব্রাহিম ছোট বোনকে মারধর করে। বৃদ্ধ মা এর প্রতিবাদ করেন। বাধা দিলে ইব্রাহিম মা-বোন দুজনকে মারধর করে এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ঘর থেকে বের করে দেয়। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে ঘরে ঢুকতে না পেরে মা-বোন দুজন নানাবাড়িতে আশ্রয় নেন। বিষয়টি সাংবাদিক মান্নাকে জানালে ইব্রাহিম তার মা-বোনকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য সাংবাদিককে হুমকি দেয়। পরবর্তীতে ইব্রাহিমের বৃদ্ধ মা আইনের আশ্রয় নিলে ঘটনার সত্যতা পাওয়া যায়। জেলে যেতে হয় ইব্রাহিমকে। এসব বিষয়ের পেছনে সাংবাদিক মান্নানের ইন্ধন রয়েছে বলে মনে করে ইব্রাহিম। জেলে যাওয়ার আগে সাংবাদিক মান্নানকে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়। এমনকি জেলে বসে মান্নানকে মামলায় ফাঁসিয়ে কুতুবদিয়া ছাড়া করার পরিকল্পনা করে। সাংবাদিকের কাছে সবকিছুর রেকর্ড সংরক্ষিত আছে। 

পরে সাংবাদিক মান্নান ইব্রাহিমের মাকে বুঝিয়ে ছেলেকে জেল থেকে মুক্ত করার জন্য অনুরোধ করলে বৃদ্ধা আদালতে ছেলের জামিন আবেদন করেন। আপসের শর্তে আদালত ইব্রাহিমের জামিন আবেদন মঞ্জুর করে।

এদিকে ছেলে ইব্রাহিম জেল থেকে বের হয়েই নিজের মা-বোনের সাথে সাংবাদিক এমএ মান্নানের পরকীয়া সম্পর্ক আছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর নানা পোস্ট দিতে থাকে। এতে তার সহযোগীরা নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে। 

এ ব্যাপারে সাংবাদিক মান্নান বলেন, উপকারের সাথী হয়ে অপবাদের শিকার হলাম। নিউজ ছেলেটার বিপক্ষে যাওয়ায় সে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপবাদ অপপ্রচার করে যাচ্ছে। আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছি।

সোমবার (৩০ সে‌প্টেম্বর) কুতুব‌দিয়া জু‌ডি‌সিয়াল আদাল‌তে ইব্রাহিম বাদী হয়ে একটি মিথ‌্যা মামলা করার চেষ্টা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ১৫ সে‌প্টেম্বর মান্নানের নির্দেশে তার মা-বোন বউ‌য়ের ওপর হামলা করে পেটের তিন মাসের বাচ্চা নষ্ট করেছে। অথচ গত ২৮ আগস্ট ও ১০ সে‌প্টেম্বর গর্ভ পরীক্ষার রিপোর্টে দেখা যায়, দুইবারই প্রেগন্যান্সির টেস্ট রিপোর্ট নে‌গে‌টিভ ছিল। রিপোর্টগুলো সংরক্ষিত আছে। 

কুতুব‌দিয়া জু‌ডি‌সিয়াল আদাল‌তের আইনজী‌বী আইয়ুব‌ হোছাইন ব‌লেন, জয়নাব বেগ‌মের ছে‌লে ইব্রা‌হিম ‌সোমবার সি‌নিয়র সাংবা‌দিক‌ এমএ মান্নানসহ চারজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে এক‌টি অভিযোগ জমা‌ দেন। কিন্তু তথ‌্যপ্রমাণ না দিতে পারায় জু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদালত অভিযোগ গ্রহণ করেনি। মঙ্গলবার পুনরায় অভিযোগ জমা দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত