ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বন্যাদুর্গত মানুষের পাশে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:১৭

‘ভালোবাসা ও বদান্যতা’ কাজের অংশ হিসেবে বুধবার (২ অক্টোবর’ বিশ্বখ্যাত চীনা কোম্পানি টিয়েন্স গ্রুপের তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লা জেলার দুটি স্থানে (দক্ষিণ হরিপুর প্রাইমারি স্কুল মাঠ এবং বাকশিমুল চৌহমনি প্রাইমারি স্কুল মাঠ) বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এ সময় প্রায় ২৫০টি পরিবারের মধ্যে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে ছিল চাল, ডাল, চিনি এবং তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার অ্যান্ডি ওয়াং দুর্গত এলাকায় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ও দুর্গত মানুষের প্রতি সমবেদনা ও দ্রুত পরিস্থিতির উন্নয়নের জন্য শুভকামনা জানান।

কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কুমিল্লা অঞ্চলের ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরগণের মধ্যে ফখরুল হাসান সরকার এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। ফখরুল হাসান সরকার তার বক্তব্যে বলেন, তিয়ানশির এই মানবিক কার্যক্রমের অংশ হতে পেরে আমরা গর্বিত। এ ধরনের সহায়তা আমাদের সমাজে উন্নতির পথ তৈরি করবে এবং দুস্থ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

তিয়ানশির এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তিয়ানশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মানবতার সেবায়ও অনন্য উদাহরণ স্থাপন করেছে। টিয়েন্স গ্রুপ ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার এবং ‘ভালোবাসা অনুভব করা, ভালোবাসা সৃষ্টি করা এবং ভালবাসা ভাগ করে নেয়ার’ জনকল্যাণমূলক বিশ্বাসের প্রতি সব সময় হিতৈষী হিসেবে কাজ করে চলেছে। বিশ্বব্যাপী ভালোবাসা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জনকল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিয়ানশি বাংলাদেশ টিয়েন্স গ্রুপের অংশ এবং প্রতিনিয়ত গত ২০ বছরে বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে অবদান রেখে চলেছে। বাংলাদেশের অসংখ্য মানুষ উন্নত প্রযুক্তিতে তৈরি করা পণ্য গ্রহণ করে যেমন উপকার পাচ্ছেন, তেমনি তিয়ানশির ব্যবসায়িক কাজে অংশ নিয়ে কর্মের একটা চমৎকার প্লাটফর্ম পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

T.A.S / জামান

রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

রাজধানীতে ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা

পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তাধীন বিষয়ে দুদকের সংবাদ সম্মেলন

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

দি একমি ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকা-১১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ