ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বন্যাদুর্গত মানুষের পাশে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:১৭

‘ভালোবাসা ও বদান্যতা’ কাজের অংশ হিসেবে বুধবার (২ অক্টোবর’ বিশ্বখ্যাত চীনা কোম্পানি টিয়েন্স গ্রুপের তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বৃহত্তর কুমিল্লা জেলার দুটি স্থানে (দক্ষিণ হরিপুর প্রাইমারি স্কুল মাঠ এবং বাকশিমুল চৌহমনি প্রাইমারি স্কুল মাঠ) বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এ সময় প্রায় ২৫০টি পরিবারের মধ্যে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে ছিল চাল, ডাল, চিনি এবং তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার অ্যান্ডি ওয়াং দুর্গত এলাকায় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ও দুর্গত মানুষের প্রতি সমবেদনা ও দ্রুত পরিস্থিতির উন্নয়নের জন্য শুভকামনা জানান।

কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কুমিল্লা অঞ্চলের ব্যবসায়িক ডিস্ট্রিবিউটরগণের মধ্যে ফখরুল হাসান সরকার এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। ফখরুল হাসান সরকার তার বক্তব্যে বলেন, তিয়ানশির এই মানবিক কার্যক্রমের অংশ হতে পেরে আমরা গর্বিত। এ ধরনের সহায়তা আমাদের সমাজে উন্নতির পথ তৈরি করবে এবং দুস্থ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

তিয়ানশির এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তিয়ানশি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং মানবতার সেবায়ও অনন্য উদাহরণ স্থাপন করেছে। টিয়েন্স গ্রুপ ধারাবাহিকভাবে সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার এবং ‘ভালোবাসা অনুভব করা, ভালোবাসা সৃষ্টি করা এবং ভালবাসা ভাগ করে নেয়ার’ জনকল্যাণমূলক বিশ্বাসের প্রতি সব সময় হিতৈষী হিসেবে কাজ করে চলেছে। বিশ্বব্যাপী ভালোবাসা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জনকল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিয়ানশি বাংলাদেশ টিয়েন্স গ্রুপের অংশ এবং প্রতিনিয়ত গত ২০ বছরে বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে অবদান রেখে চলেছে। বাংলাদেশের অসংখ্য মানুষ উন্নত প্রযুক্তিতে তৈরি করা পণ্য গ্রহণ করে যেমন উপকার পাচ্ছেন, তেমনি তিয়ানশির ব্যবসায়িক কাজে অংশ নিয়ে কর্মের একটা চমৎকার প্লাটফর্ম পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

T.A.S / জামান

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা