ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গুরুদাসপুরে সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যমকর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৩:১৮

সংবাদ প্রকাশের জেরে গুরুদাসপুরের এক গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের দর্শন বিষয়ের প্রভাষক মো. রবিউল করিম বাদী হয়ে গুরুদাসপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে।

মূলত বগুড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম শফি ও তার ছোট ভাই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শওকত আলীর নামে ২৬ আগস্ট ইত্তেফাকের অনলাইন সংস্করণে ‘কোটিপতি দুই ভাইয়ের ভয়ে তটস্থ গ্রামের মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে গুরুদাসপুরের বামনবাড়িয়া গ্রামের স্থানীয় অন্তত ২০ জন কৃষক লিখিত এবং ভিডিও বক্তব্য দেন। বক্তব্যে রফিকুল ইসলাম শফি, মো. শওকত আলী ও প্রভাষক রবিউল করিমের বিরুদ্ধে জমাজমি দখলসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। কৃষকদের সংবাদ সম্মেলনের ওই সংবাদটি প্রকাশ করায় ইত্তেফাকের গুরুদাসপুর সংবাদদাতা মো. রাশিদুল ইসলামের নামও মামলায় বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ ও অবিলম্বে মামলাটি প্রত্যাহেরর দাবি জানিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আলোচনা সভা করেছে গুরুদাসপুরের সাংবাদিক মহল। এ সময় উপস্থিত ছিলেন- গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি দিল মোহাম্মদ, গুরুদাসপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি প্রতিদিনের সংবাদের সাজেদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠের এমএম আলী আক্কাছ, প্রথম আলোর আনিছুর রহমান, ইত্তেফাকের রাশিদুল ইসলাম, সকালের সময়ের আতিকুর রহমান, কালবেলার মিজানুর রহমান, সমকালের নাজমুল হাসান নাহিদ, মানবকণ্ঠ ও আনন্দ টিভির জালাল উদ্দিন, বাংলাদেশ বুলেটিনের রহমত আলী, আজকালের খবরের আখলাকুজ্জামান, চ্যানেল এসএর সোহেল রানা, ঢাকা প্রতিদিনের জনি পারভেজ প্রমুখ।

সাংবাদিক দিল মোহাম্মদ, আলী আক্কাছ ও আনিছুর রহমান মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকতার নিয়মানুযায়ী সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের দায়িত্ব। ইত্তেফাকে সংবাদ প্রকাশ করে সে দায়িত্বই পালন করেছেন রাশিদুল ইসলাম। অথচ ঈর্ষান্বিত হয়ে সাংবাদিককে প্রতিপক্ষ সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অগ্রহণযোগ্য ও বিব্রতকর।

তারা আরো বলেন, মামলার বাদী মো. রবিউল করিম গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের দর্শন বিষয়ের শিক্ষক হয়েও মনোবিজ্ঞান বিষয়ে বেতন-ভাতা উত্তোলন করেছেন। এটি এমপিও নীতিমালাবহির্ভূত। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

জামান / জামান

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল