ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:২০

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃপ্ত পদমর্যাদায় সমুজ্জ্বল বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবনির্বাচিত কমিটির অভিষেক বিভিন্ন আয়োজনে শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে শুরু হয়।

এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর সভাপতি বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-এর সহ-সভাপতি ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অবসরপ্রাপ্ত ডিআইজি পি আর বড়ুয়া। 

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর নবনির্বাচিত সভাপতি ব্রহ্মান্ড প্রতাপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহ-সভাপতি দেবপ্রিয় বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী, যুগ্ম-মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ অনুপম বড়ুয়া, সাংগঠনিক সচিব স্থপতি বিশ্বজিত বড়ুয়া, প্রচার সচিব ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, মহিলা শাখার সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা। 

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুব্রত বরন বড়ুয়া। আরো  বক্তব্য দেন- ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. প্রীতি বডুয়া, অঞ্চল কুমার তালুকদার, বিনয় ভূষণ বডুয়া, চম্পাকলি বড় বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া সিন্টু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ থাকার আহ্বান জানান।

রাজীব বড়ুয়ার সম্পাদনায় সংগঠনের বার্ষিক মুখপত্র 'অতিগ'-এর মোড়ক উন্মোচন করা হয়। শেষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সুমন বড়ুয়া, তনু চৌধুরী, প্রিয়াংকা বড়ুয়া ও নিপা চক্রবর্তী।

এমএসএম / জামান

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১