ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

তালার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে সীমাহীন দুর্নীতির অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৫:২২

তালার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার ও ঠিাকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে দুর্নীতি এবং অনিয়মন করে যাচ্ছেন। এ কারণে উক্ত ভবনটি যে কোনো সময়ে ভূমিকম্প বা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে চলাচলকারী ভারী যানবাহনের ঝাঁকুনিতে ভেঙে পড়ার আশংকা দেখা দিয়েছে।

তালা উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় ৯৭ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা চুক্তিমূল্যে তালার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজ উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ হিসেবে নতুন তিনতলা ভবন নির্মাণের কাজ শুরু করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তালা সদরের আকবর হোসেন কাজটি বাস্তবায়ন করছের। কিন্তু কাজটি শুরুর প্রথম থেকে এই ভবন নির্মাণে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন মহল দুর্নীতিতে বাধা দিলে তাদের হুমকি প্রদান করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারসহ অফিসের কতিপয় কর্মকর্তা ঘুষ নিয়ে আকবর হোসেনের দুর্নীতিতে সহযোগিতা করেন বলে এলাকাবাসী জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষকসহ একাধিক অভিভাবক জানান, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে নিন্মমানের রড ও সিলেকশন বালু ব্যবহার করা হয়েছে। বালু ব্যবহার করা হয়েছে ৩টার স্থলে ৪টা। এছাড়া সিমেন্ট দেয়া হয়েছে পরিমাণের চেয়ে অনেক কম। কলাম, ছাদ ও বিমে রড কম দেয়া হয়েছে। এছাড়া রড জোড়া বা ল্যাপিং করার সময় নিয়ম অনুয়ায়ী রড না জুড়ে রডের উপরে রড সাজিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে তড়িঘড়ি করে কলাম ঢালাই দেয়া হয়। এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি আকবর হোসেনকে বাধা দিলেও তিনি এলাকার লোকদের হুমকি দেন। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। উপরন্তু ঠিকাদারের লোক আকবরের কাছ থেকে ঘুষের পরিমাণ বাড়িতে নিয়ে অনিয়মকে বৈধ করে দেন। এমনকি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চলমান অবস্থায় গত সোমবার ঠিকাদার ফারিয়া এন্টারপ্রাইজকে ২৫ লাখ টাকার বিল দেয়া হয়েছে।

স্থানীয় অভিভাবক এএইচ আসাদ বলেন, বিদ্যালয় নির্মাণের দুর্নীতি ও অনিয়ম দেখে আমরা আতংকিত ছিলাম। গত সপ্তাহে এলজিইডির খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা সম্প্রতি সরজমিনে এসে ভবনের ২য় তলায় ৫ফুট করে ঢালায় সম্পন্ন করা কলামে রডের ল্যাপিংএ ভয়াবহ দুর্নীতির বিষয়টি দেখতে পান। পরবর্তীতে তাঁর নির্দেশে একটি কলাম ভাঙ্গা হলে রডের ল্যাপিং না দিয়ে রডের উপর রড সাজিয়ে ঢালায় করার দুর্নীতি প্রকাশ পায়। এসময় আরও কয়েকটি কলাম ভাঙলে ল্যাপিং এর দূর্ণীতি প্রকাশ হয়। পরে নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা’র ওই ভবনের ২য় তলার উপর নির্মিত ১২টি কলাম ভাঙতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান।

কিন্তু এলাকাবাসীর দাবী, শুধু কলাম ভেঙ্গে নতুন করে কলাম নির্মান করে ভবনের স্থায়িত্ব সহ কোমলমতি শিশু শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যাবেনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আকবর হোসেন স্কুল ভবনের নিচতলা নির্মাণে অনুরুপ দুর্নীতি, অনিয়ম করেছেন। ভবন নির্মাণে নিম্ম মানের এবং প্রয়োজনের চেয়ে কম রড ব্যবহার সহ সিমেন্টের পরিমান খুবই কম দিয়েছেন। একারনে নিচতলা ভবন নির্মান যথাযথ হয়েছে কিনা- সেটাও পরীক্ষা করা জরুরি। অন্যথায় যে কোনো সময়ে মারত্মক দূর্ঘটনা ঘরে শিশু শিক্ষার্থী এবং শিক্ষকদের জীবনহানী ঘটতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি আকবর হোসেন বলেন, আমার মিস্ত্রি কাজ করার সময় ভূল করায় ভবনের ২য় তলার কলামগুলো ভেঙে নতুন করে করা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, উক্ত ভবন দেখভালের দায়িত্ব পালনে গাফিলতির কারণে ওয়ার্কস্ট্যান্ড কামরুল ইসলামকে কারণ দর্শানো হয়েছে। এছাড়া ল্যাপিংয়ের সমস্যা পাওয়ামাত্র আমি তা ভাঙার নির্দেশ প্রদান করি।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা বলেন, সরেজমিন উক্ত বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে কলামে ল্যাপিং ত্রুটি দেখতে পেয়ে সকল কলাম ভাঙার নির্দেশ দিই। এছাড়া ওই ভবনের নিচতলা নির্মাণে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি দেখছি।

T.A.S / জামান

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?

শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যুবলীগ নেতা