অধ্যাপক মাহফুজুর রহমান
বাংলাদেশি হিসেবে আদিবাসী নৃগোষ্ঠী সুরক্ষা ও নিরাপত্তাসহ সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে

বাংলাদেশি হিসেবে আদিবাসী নৃগোষ্ঠী সুরক্ষা ও নিরাপত্তাসহ সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আফসার আহমদ ল্যাবে অনুষ্ঠিত ‘আদিবাসী সুর : সংস্কৃতির সুরক্ষা ও ঐক্যের ডাক’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজনে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে মূল স্রোত বলে অনেকে যা বোঝাতে চান, তা সঠিক নয়। কোনো একটি জনগোষ্ঠী অন্য একটি জনগোষ্ঠী থেকে শ্রেয়তর নয়। বাংলাদেশের সকল নাগরিক-ই ন্যায্য প্রাপ্যতার দিক থেকে সমান। কোনো নৃগোষ্ঠীতে ভেদাভেদ থাকা উচিত নয়। বাংলাদেশি হিসেবে আদিবাসী নৃগোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের কাছে সুরক্ষা ও নিরাপত্তাসহ সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। এখানে ভিন্নমত বা বৈষম্যের কোনো সুযোগ নেই।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসরত নৃগোষ্ঠীদের ঐতিহ্য, সংস্কৃতির বিকাশ, চর্চা ও সুরক্ষায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ। এই বিভাগ প্রতিষ্ঠার সৃষ্টিলগ্ন থেকেই আদিবাসী সংস্কৃতির ঐতিহ্য রক্ষা, গবেষণা ও বিস্তারে চিন্তাশীল ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা কার্যক্রমের পাঠ্যক্রমে আদিবাসী/নৃগোষ্ঠী নাট্য, সাহিত্যসহ তাদের জনজীবন ও সংস্কৃতির নানা অনুষঙ্গ পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির পাশাপাশি গুরুত্বের সাথে এ সকল বিষয় অধ্যয়ন, চর্চা ও গবেষণা করা হয়ে থাকে। এ লক্ষ্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম আদিবাসীদের নিজস্ব নাট্য, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব অনুধাবন করে স্নাতকোত্তর পর্যায়ে ‘এথনিক থিয়েটার স্টাডিজ’ গ্রুপ নামে আলাদা একটি শাখা চালু করে। এ বিভাগে বাঙালি শিক্ষার্থী ছাড়াও অন্যান্য জনগোষ্ঠীর শিক্ষার্থীর সংখ্যাও যথেষ্ট রয়েছে।
তিনি আরো বলেন, বতর্মান রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশব্যাপী যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকে বাদ পড়েনি আদিবাসী অধ্যুষিত জনগোষ্ঠীর মানুষ এবং তাদের এলাকাগুলো। এদেশের ভূখণ্ডে বসবাসরত অন্যান্য জনগোষ্ঠীর ন্যায় এসকল আদিবাসী জনগোষ্ঠীর মানুষের জানমালের নিরাপত্তা ও তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির সুষ্ঠু চর্চা, বিকাশ এবং মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি তাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।
T.A.S / জামান

ইবির সাবেক শিক্ষার্থীর হত্যাকারী তার নিজেরই সন্তান :পুলিশের চাঞ্চল্যকর তথ্য

মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

ড.আব্দুল মুঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইবিতে স্মরণসভা

আচরণবিধি 'লঙ্ঘন' করে চলছে রাকসুর প্রচার-প্রচারণা

৫২ঘন্টা পর অনশন ভাঙ্গলেন চবির ৯ শিক্ষার্থী

দুই কেন্দ্রে ভোট গণনা বাকি, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা

রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ

১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ, দুপুরে চূড়ান্ত ফলাফল ঘোষণা

জাকসু নির্বাচন : ১২ হলের ভোট গণনা শেষ, বাকি আরও ৯

শেকৃবিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: ইতিহাস-আইনের ভিত্তিতে ফিরে এল প্রকৃত প্রতিষ্ঠা দিবস
