ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিয়ম-নীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:৫৭

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার এক প্রতিবেশীর ভবনসহ আশপাশেরল মানুষের বসবাস হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে মো. নুরুল ইসলাম নামে এক ভবন মালিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ১১.৬৬ শতাংশ জমির ওপর মো. হুমায়ূন কবির নামে এক ব্যক্তি ছয় তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন। ভবনটির নির্মাণ প্রক্রিয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোনো পাশেই তিনি এক ইঞ্চি জায়গা ছেড়ে ভবন নির্মাণ করছেন না। তিনি ভবনটি চারটি কলামের ওপর নির্মাণ করছেন। পরবর্তীতে প্রথম তলার ছাদ থেকে দুই পাশের কলাম নির্মাণ করছেন। এই কলামগুলোর নিচে ফাউন্ডেশন নেই। দুই কলামের ওপর পুরো ভবন নির্মাণ করছেন। পুরো ভবনটি নির্মাণ হলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এবং এতে জনগণের জানমালের ক্ষতিসাধিত হতে পারে।

সোমবার (৭ অক্টোবর) সকালে সরেজমিন দেখা যায়, বাইমাইল মৌজায় খতিয়ান নং এসএ ১১৯, আরএস ২৯৬ এবং এসএ ৮৪, আরএস ৪৩ দাগে মো. হুমায়ুন কবির ১১.৬৬ শতাংশ জমি নজরুল ইসলামের কাছ থেকে ক্রয় করেন। একই দাগে প্রতিবেশী মো. নুরুল ইসলাম ১০.৫০ শতাংশ জমি ক্রয় করেন রহিমা ও শিরীনের কাছ থেকে। কিন্তু মো. হুমায়ুন কবির ১১.৬৬ শতাংশ জমি ক্রয় করলেও .৭৬ শতাংশ জমি বেশি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন।

নুরুল ইসলাম বলেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী চারদিকে তিন ফুট করে জায়গা ফাঁকা রেখে ভবন নির্মাণ করার বিধান থাকলেও ভবন মালিক হুমায়ন কবির তা মানছেন না। গাজীপুর সিটি করপোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিল্ডিং কোড না মেনে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে ভবন নির্মাণ করে চলছেন তিনি। 

প্রতিবেশী সুফিয়া বলেন, ভবন করার সময় আমরা বাধা দিয়েছি। কিন্তু তিনি কারো কথা শোনেননি। তার নাকি উপরে বড় বড় লোক আছে।

আউয়াল মোল্লা নামে এক প্রতিবেশী বলেন, বিল্ডিংয়ের চারদিকে এক ইঞ্চি জায়গা তিনি ছাড়েননি। পূর্বের বাউন্ডারি ওয়াল ও কলাম রিপিয়ারিং করে ভবনের কাজ করছেন। তিনি বলেন, যে কোনো সময় রানা প্লাজা ধসের মতো ঘটনা ঘটতে পারে। 

এ বিষয়ে অভিযুক্ত হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করা হলে তার সব কাগজপত্র ঠিক আছে বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার মো. মোরাদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই তিনি নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ করতে পারেন না। দু-এক দিনের মধ্যে তার বিরুদ্ধে চিঠি ইস্যু করব। একই সাথে তার চলমান কাজ বন্ধ করা হবে।

T.A.S / জামান

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত