ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

এবারের দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করতে চাইলে ছাড় নয় : মীর হেলাল


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১১:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে স্বৈরাচারী, লুটরাজ পালিয়ে গেছে। বিগত সময়ে হাটহাজারীকে অশান্ত করার জন্য কিছু কুচক্রী মহল মন্দির ভাঙার মিথ্যা মামলা দিয়ে আমাদের অসংখ্য রাজনৈতিক ব্যক্তিকে কারাগারে আটক রেখেছিলে। আসলেই তারা চেয়েছিল শান্ত হাটহাজারীকে অশান্ত করার। কিন্তু এবার আর সফল হতে দেয় হবে না। ৫ আগস্ট যেভাবে শক্তহাতে প্রতিরোধ করা হয়েছে, ঠিক সেভাবে বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ করা হবে। এবারের দুর্গাপূজা হবে উৎসবমুখর। যারা বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে, তাদের কোনোভাবে ছাড় না দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে হাটহাজারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন, এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশি। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র পদধূলি করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ। আমার দলীয় কোনো কর্মী যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির পায়ঁতারা করে, তাহলে তাদের অবশ্যই শক্তহাতে প্রতিরোধ করা হবে।

হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক বাবলু দাশের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন।

উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, শ্রমিকদলের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন, কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসমাইল, মো. ওসমান গনি, হাজী ইলিয়াস চৌধুরী, এসএম ফারুক, আবুল হাশেম চৌধুরী, নিজাম উদ্দিন হাকিম, হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু গোবিন্দ প্রসাদ দাশ, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহেদুল আজম শাহেদ, এডভোকেট রিয়াদ, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, যুগ্ম-আহ্বায়ক টিটু তালুকদার, নয়ন চৌধুরী, মাস্টার বিজয় দত্ত, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, যুবদলের সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জিএম সাইফুল ইসলাম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মির্জা এমদাদ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মির্জা এরশাদ, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. গাজী আবদুল মুবিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য মো. নুরুল হক পুতু, ধলই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজম উদ্দিন মাস্টার, ছিপাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসিম মেম্বার, মির্জাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. ইয়াকুব মেম্বার, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপি সভাপতি হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহজাহান বাদশা, ১নং চসিক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী ইউসুফ সাধারণ সম্পাদক মো. শাহজাহান মঞ্জু, ফতেহপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ্ মিন্টু, হাটহাজারী উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নাসিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. আজিম, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. শাহেদ খাঁন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন, হাটহাজারী পৌরসভা শ্রমিকদলের সভাপতি মো. রুবেল, সাধারন সম্পাদক মো. কামাল, হাটহাজারী উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার, হাটহাজারী পৌরসভা মহিলা দলের সভানেত্রী পারভীন জাহান চৌধুরী, রিপন নাথ প্রমুখ।

T.A.S / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত