ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

খিলক্ষেতে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১:২৫

রাজধানীর খিলক্ষেত লেকসিটি কনকর্ড ছায়ানীড় ভবন ফ্ল্যাট 15 NE/2 থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মাদক দ্রব্য ও দুটি অস্ত্রসহ ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। সোমবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে অভিযান পরিচালনাকালে বনানী ১১-এর সেলসিয়াস বারের সামনে থেকে অস্ত্রসহ আটক করা হয় নাফিস মো. আলম ডনকে। পরবর্তীতে তার খিলক্ষেতের ফ্ল্যাট থেকে মো. সুজন নামে তার এক সহযোগীকে আটক করা হয়।

এ সময় দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মদ, বিয়ার, শিশা সেবনের স্ট্যান্ড, ফয়েল পেপার, বিভিন্ন মদের ডিলারদের তথ্যসংবলিত ডায়েরি, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, সিসি ক্যামেরা ইত্যাদি জব্দ করে দিয়াবাড়ী সেনা ক্যাম্প ও খিলক্ষেত থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

নাফিস মো. আলমের বাংলাদেশ ও কানাডার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কানাডার পাসপোর্ট দেখিয়ে সে নিজেকে বাংলাদেশে ফরেনার হিসেবে পরিচয় দিয়ে বেড়ায় এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মদের সাম্রাজ্য তৈরি করেছে। বনানী ১১-এর সেলসিয়াস শিশা বার, একই রোডের বনানী ফার্মেসিসহ সে বেশকিছু নামিদামি বার ও ক্লাবে মদ সরবরাহ করে। তার নিজস্ব মদ সরবরাহের কোম্পানির নাম সিন্ডিকেট ইন্টারন্যাশনাল।

জানা যায়, বসুন্ধরা, বারিধারা, গুলশান, বনানী এলাকাসহ ঢাকার বেশকিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝেও সে এই মদের যোগান দেয়। সে নিজেকে ডন বলে পরিচয় দিতে বেশি পছন্দ করে। তার ফেসবুক প্রোফাইল ঘাঁটলে কেউ বিশ্বাসই করবে না বাংলাদেশের মতো একটি দেশে এভাবে জনসমক্ষে কেউ অস্ত্র, মদ, নারী ইত্যাদি নিয়ে উন্মাদনা ছড়াতে পারে৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার শটগান দিয়ে ফায়ারের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সে ওই ভিডিও দিয়ে নিজের আধিপত্য আরো বেশি জাহির করার চেষ্টা করে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৫ আগস্টে সরকার পতনের পর থানা হতে লুট হওয়া পুলিশের পিস্তলগুলোর মধ্যেই একটি নাফিসের কাছ থেকে প্রাপ্ত পিস্তল। তবে কোন থানা থেকে এটি লুট করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। নাফিসের এই সাম্রাজ্যে জড়িত রয়েছে তার স্ত্রীসহ অনেকেই। 

দিয়াবাড়ী সেনা ক্যাম্পের এক অফিসার বলেন, নাফিসকে গ্রেপ্তার করার জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। সে এতটাই উন্মাদ যে, নিয়ম-কানুন ও আইন কিছুই তোয়াক্কা করে না। তাকে গ্রেপ্তার করার মাধ্যমে মাদক চোরাকারবারিদের প্রতি আমরা একটি শক্ত বার্তা দিতে পেরেছি বলে আশা করছি। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাফিসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ পূর্বের প্রায় ৭টি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র ব্যবহার ও মাদকদ্রব্য সেবন আইনের আওতায় তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।

T.A.S / জামান

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ