বহালতবিয়তে ঘুষের দায়ে অভিযুক্ত সীতাকুণ্ডের সেই সাব-রেজিস্ট্রার

ঘুষের দায়ে অভিযুক্ত সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব এখনো বহালতবিয়তেই রয়েছেন। ঘুষ লেনদেনও করেন আগের মতোই। জুলাই বিপ্লবের শুরুতে তার ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সীতাকুণ্ডের দলিল লেখকগণ ফুঁসে ওঠেন। সে সময় নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক (আইজিআর), জেলা রেজিস্ট্রার ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাব-রেজিস্ট্রারের ঘুষ-দুর্নীতির উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আইজিআরের নির্দেশে জেলা রেজিস্ট্রারের হস্তক্ষেপে রায়হান হাবিব আর ঘুষ লেনদেন না করার প্রতিশ্রুতি দিলে তাকে স্বপদে বহাল রাখা হয়। ৫ আগস্টের পর দেশজুড়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সংশোধন হলেও ঘুষ লেনদেন থেকে একচুলও সরে আসেননি সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। নানা ছুতোয় তিনি ঘুষের হার বাড়িয়ে দিয়েছেন বহুগুণ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে দলিল লেখক হারুন অর রশিদ ওয়ারিশসূত্রে একটি দলিল উপস্থাপন করলে সাব-রেজিস্ট্রার তাকে খাসকামরায় ডেকে নেন। এ সময় হারুনের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। হারুন অপারগতা প্রকাশ করলে সাব-রেজিস্ট্রার তার সাথে অশালীন আচরণ করেন এবং তার সনদ বাতিলের হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন দলিল লেখকরা। পরিস্থিতি শান্ত করতে দলিল লেখক সমিতিতে হারুনকে ডেকে ঘটনার যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সমিতির নেতারা।
এদিকে খবর পেয়ে সংবাদ সংগ্রহে স্থানীয় দুই সাংবাদিক সাব-রেজিস্ট্রারের খাসকামরায় গিয়ে তার বক্তব্য চাইলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাদের ‘গেট আউট’ বলে চিৎকার করে বের করে দেন। একজন সরকারি কর্মকর্তার এমন অসৌজন্যমূলক আচরণে উপস্থিত সাংবাদিক ও সেবাগ্রহীতারা হতভম্ব হয়ে পড়েন।
রায়হান হাবিবের ঘুষ দাবি কিংবা ক্ষিপ্ত আচরণ এবারই প্রথম নয়। একবার চাহিদামতো ঘুষ আদায় করতে না পারায় তার অফিসের বয়োবৃদ্ধ কর্মচারীর ওপর চড়াও হন তিনি।
এ বিষয়ে উপস্থিত সাংবাদিক (সঙ্গত কারণে নাম প্রকাশ করা হলো না) বলেন, এতদিন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অশালীন আচরণের কথা শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। সরকারি কর্মকর্তার আচরণ এতটা নিচু মনের হতে পারে তা রায়হান হাবিবকে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওই সময় তার অফিসের কর্মচারীরাও তাকে অসৌজন্যমূলক আচরণ থেকে নিবৃত করতে পারেননি।
দলিল লেখকগণ জানান, গত ১ জুলাই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে লিখিত অভিযোগের পর দলিল লেখকগণের কাছ থেকে অতিরিক্ত ঘুষ না নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা থেকে সরে আসেন রায়হান হাবিব। এমনকি বর্তমানে ঘুষের মাত্রা এতটাই বেড়েছে যে, ঘুষের দাবি মেটাতে না পারায় দলিল নিবন্ধনের পরিমাণ বহুলাংশে কমে গেছে।
দলিল লেখক সমিতির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সাব-রেজিস্ট্রার আইন দেখিয়ে ওয়ারিশসূত্রে দলিলসমূহ সম্পাদন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন। অথচ চাহিদামতো ঘুষ দিলে আবার সে দলিল নিবন্ধন করা হয়। গত এপ্রিলে রায়হান হাবিব যোগদানের পর থেকে এমন অসংখ্য দলিল সম্পাদিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জুলাই বিপ্লবের আগে তিনি সাবেক ছাত্রলীগ নেতার দাপট দেখিয়ে জোরপূর্বক ঘুষ আদায় করতেন। ৫ আগষ্টের পর নিজেকে ছাত্রজনতার পক্ষের শক্তি দাবি করে ইচ্ছেমত ঘুস আদায় করেন। সীতাকুণ্ড দলিল লিখক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, গত জুলাইয়ে জেলা রেজিস্ট্রারের অনুরোধে আমরা কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করি। কিন্তু সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব ঘুষ নেয়া থেকে এক চুলও সরে আসেননি। একই সাথে তার অশালীন আচরণ চরম আকার ধারণ করেছে। তরুণ থেকে বয়োবৃদ্ধ কেউই তার আক্রমণাত্বক আচরণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অবিলম্বে রায়হান হাবিবের অপসারণ দাবি করছি।
দলিল লিখক হারুনুর রশিদ বলেন, আমরা সবসময়ই সাব-রেজিস্ট্রার এর চাহিদা মত ঘুষ দিয়ে কাজ করতে বাধ্য হই। আজকের দলিলটি আমার এক উকিল বন্ধুর। তাই সাব-রেজিস্ট্রার আমার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ চাইলে আমি অপারগতা প্রকাশ করি। এতে তিনি ক্ষিপ্ত হন এবং অনেক লোকের উপস্থিতিতে আমাকে হেনস্থা করেন।
সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বলেন, ঘুষ লেনদেন কিংবা দাবির বিষয়টি সত্য নয়। আর আমি কেন আচরণ খারাপ করব বরং দলিল লিখক হারুন অর রশিদ আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। এছাড়া সাংবাদিকদের "গেট আউট" বলে বের করে দিয়েছি কারণ ওই সাংবাদিকগণ হারুন এর পক্ষে কথা বলছিলেন। জেলা রেজিস্ট্রার মিশন চাকমা বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত না করে চূড়ান্ত কিছু বলা যাবে না। অভিযোগ প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রায়হান হাবিব এর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ সীতাকুণ্ডেই প্রথম নয়। এর আগে তার দুই কর্মস্থলেও একই অভিযোগ ওঠে। গত ২৯ জুন ২০২০ সালে কুড়িগ্রামে রাজারহাট উপজেলার সাব-রেজিস্ট্রার থাকাকালীন সেখানকার নির্বাহী অফিসার বরাবর রায়হান হাবীবের বিরুদ্ধে ভুয়া দলিল সম্পাদনের লিখিত অভিযোগ করা হয়। এছাড়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রার থাকাকালীনও তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অপসারণ দাবি করেছে স্থানীয় ভুক্তভোগীরা।
এমএসএম / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ
