ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

খুলনা বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের একাধিক অভিযোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৩:৪৭

খুলনা বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সুরক্ষা প্রকল্পের আওতায় অফিস ভবন নির্মাণকাজের দরপত্রে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূতভাবে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালের বিরুদ্ধে। এছাড়া অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় গড়েছেন নিজ রাজত্ব। প্রায় ১১ বছর একই স্থানে চাকরির সুবাদে গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট বলে রয়েছে একাধিক অভিযোগ।

একটি অভিযোগ সূত্রে জানা যায়, বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল খুলনায় সুফল প্রকল্পের আওতায় খুলনার বয়রায় ৬ কোটি ৬০  লাখ টাকা ব্যয়ে অফিস ভবন নির্মাণ করার জন্য ইজিপির মাধ্যমে দরপত্র আহ্বান করেন (দরপত্র আইডি নং-৯৯৯৬০৬)। গত ৩০ জুলাই দরপত্রে মোট ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাতে সমঝোতার মাধ্যমে অফিসিয়াল গোপন রেট সংগ্রহকারী ৫টি প্রতিষ্ঠান একই দর দাখিল করে এবং গোপন রেট সংগ্রহ করতে না পারা ৩টি প্রতিষ্ঠানের দরপত্র বাতিল হয়।

এদিকে ডিএফও নিজস্ব প্রতিষ্ঠানকে সমঝোতার মাধ্যমে কাজটি পাইয়ে দেয়ার জন্য পিপিআরবহির্ভূত শর্ত আরোপ করেন। কিন্তু কোনো নির্মাণকাজের জন্য পিপিআর অনুসারে সর্বোচ্চ ৮০% অভিজ্ঞতার সনদপত্র চাওয়ার বিধান থাকলেও ডিএফও নির্মল উদ্দেশ্যমূলকভাবে ৬ কোটি ৬০ লাখ টাকার অফিস ভবন নির্মাণকাজের জন্য একক কার্যাদেশে ৬ কোটি টাকার পূর্ব অভিজ্ঞতার সনদপত্র চান। কিন্তু পিপিআর অনুসারে কাজের জন্য সর্বোচ্চ ৫ কোটি ২৮ লাখ টাকার পূর্ব অভিজ্ঞতার সনদপত্র চাওয়া যায়। নিজস্ব পছন্দের প্রতিষ্ঠানকে কাজটি দেয়ার জন্য মোটা অংকের লেনদেন হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।

একাধিক সূত্র জানিয়েছে, সুফল প্রকল্পের পরিচালক সকল ডিভিশনের যে কোনো কোটেশন/দরপত্র/মূল্যানুমান প্রকল্প পরিচালক অনুমোদন দিয়ে থাকেন। কিন্তু দুর্নীতির গোমর ফাঁস হওয়ার ভয়ে প্রকল্প পরিচালককে কোনো তথ্য না দিয়ে এবং দরপত্রটি অনুমোদনের জন্য প্রকল্প পরিচালকের কাছে না পাঠিয়ে অত্যন্ত গোপনে পিপিআরবহির্ভূতভাবে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের দোষরদের প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান করেন। ডিএফও কর্তৃক যে কোনো কাজের কার্যাদেশের অনুলিপি প্রকল্প পরিচালক বরাবর প্রেরণ করার বিধান থাকলেও নির্মল কুমার পাল প্রকল্প পরিচালককে কোনো কার্যাদেশের অনুলিপি প্রেরণ করেননি।

অন্য একটি অভিযোগ সূত্রে জানা যায়,  ডিএফও নির্মল কর্তৃক পিপিআরবহির্ভূত শর্ত আরোপ, গোপন রেট জানিয়ে দেয়া, আর্থিক লেনদেন ও বিধিবহির্ভূতভাবে অনুমোদন নেয়ার বিষয়ে ডিএফও নির্মলকে সহযোগিতা করেন বন্যপ্রাণী কর্মকর্তা তন্ময় বাবু ও লুৎফর পারভেজ নামে সদর রেঞ্জ কর্মকর্তা।

দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদাররা জানান, বর্তমান সংস্কারের যুগে বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালের দুর্নীতির বিষয়ে তদন্ত হওয়া উচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত। তার ভয়ে মুখ খুলতে রাজি নন তারা।

এ বিষয়ে বন কর্মকর্তা নির্মল কুমার পালের সাথে কথা বলতে গেলে তিনি রাজি হননি।

T.A.S / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি