চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইন কলেজ ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেল থেকে সাবেক ভিপি প্রার্থী মুহাম্মদ সালাউদ্দীনকে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের ঘটনায় পরিকল্পিতভাবে দুটি মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক ছাত্রদল নেতা ও শিক্ষানবিস আইনজীবী সালাউদ্দীনকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় বিএনপির রাজনীতির মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সাবেক ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো নেতা কর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নেতারা।
জানা গেছে, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দীনকে বাঁশখালী গ্রামের বাড়িতে মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার সাথে জায়গা জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থাকায় তাকে মামলা ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। নগরীর পাঁচলাইশ মডেল থানায় দায়েরকৃত মামলার বাদী ভোলা জেলার উদয়পুর রাস্তার মাথা গ্রামের বোরহান উদ্দীন উপজেলার শফিকুর রহমানের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে ২৫ সেপ্টম্বর দায়ের করেন। দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয় গত ১৬ জুলাই বিকাল চারটায় চট্টগ্রাম শপিং এর বিপরীতে এস এ পরিবহনের পাশে ৩৩ জন এজাহার নামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
মামলায় সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীন প্রকাশ মানিককে করা হয়েছে ২৩নং আসামি করা হয়েছে। এ মামলার বাদী মিজানুর রহমানকে বিএনপি যুবদল, ছাত্রদলের কোন পর্যায়ের নেতারা চিনতে পারছে না। বাদীর দেয়া ঠিকানা নগরীর ২নং গেইট আলফালাহ গলির রাব্বাসী হাউসেও বাদীকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আইন কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও শিক্ষা নবীশ আইনজীবী মোহাম্মদ সালাউদ্দীনকে চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম এ রাউজান উপজেলার পলোয়ান পাড়া এলাকার সামশুল হকের পুত্র মোহাম্মদ জসিম উদ্দীন নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৭ সেপ্টম্বর মামলা করেন। মামলায় ১৬নং আসামি করা হয় সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীন কাদের মানিককে।
উক্ত বাদীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছে গত ৩ অক্টোবর। ছাত্রদল নেতা বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাঠে ময়দানে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার গ্রেফতার এবং একাধিক মামলার আসামি। এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান বলেন, ঘটনায় জড়িত না এরকম কোন ব্যাক্তিকে নাম মামলায় আসলেও তদন্তে তাদের নাম বাদ যাবে। পুলিশ ইচ্ছে করে নিরপরাধ কোন ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় বিষয়টি মাথায় রেখে তদন্ত কাজ করছে।
এ বিষয়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল নেতা সালাদ্দীন কাদের মানিক বলেন, আমাদের সাথে গ্রামে পারিবারিক জায়গা জমি নিয়ে মহানগর ছাত্রদলের এক নেতার পরিবারের সাথে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে টাকার বিনিময়ে ভাড়াটিয়া বাদীকে দিয়ে আমাকে হেয় করার জন্য আসামি করা হয়েছে। অথচ ঘটনার সাথে আমি বিন্দুমাত্র জড়িত না এবং জানিও না বাদীকেও আমি জীবনে দেখিনি।
এ বিষয়ে চট্টগ্রাম মহানর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধের কারাণে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেওে যদি বিএনপির কোন নেতা কর্মীর ইন্দনে দলীয় কোন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপি নেতা কর্মীরা গত বিগত প্রায় দেড় যুগ ধরে মামলা হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এসময়ে এসেও যদি মিথ্যা মামলার শিকার হয় সেটা মেনে নেয়ার মত না।
এমএসএম / জামান
দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম
নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস
হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা
এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী
শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু
হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ
তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা
শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল
তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা
চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন
হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা