ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৪:৫

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইন কলেজ ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেল থেকে সাবেক ভিপি প্রার্থী মুহাম্মদ সালাউদ্দীনকে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের ঘটনায় পরিকল্পিতভাবে দুটি মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাবেক ছাত্রদল নেতা ও শিক্ষানবিস আইনজীবী সালাউদ্দীনকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় বিএনপির রাজনীতির মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাবেক ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো নেতা কর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নেতারা।

জানা গেছে, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দীনকে বাঁশখালী গ্রামের বাড়িতে মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার সাথে জায়গা জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থাকায় তাকে মামলা ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। নগরীর পাঁচলাইশ মডেল থানায় দায়েরকৃত মামলার বাদী ভোলা জেলার উদয়পুর রাস্তার মাথা গ্রামের বোরহান উদ্দীন উপজেলার শফিকুর রহমানের পুত্র মিজানুর রহমান বাদী হয়ে ২৫ সেপ্টম্বর দায়ের করেন। দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয় গত ১৬ জুলাই বিকাল চারটায় চট্টগ্রাম শপিং এর বিপরীতে এস এ পরিবহনের পাশে ৩৩ জন এজাহার নামীয় এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলায় সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীন প্রকাশ মানিককে করা হয়েছে ২৩নং আসামি করা হয়েছে। এ মামলার বাদী মিজানুর রহমানকে বিএনপি যুবদল, ছাত্রদলের কোন পর্যায়ের নেতারা চিনতে পারছে না। বাদীর দেয়া ঠিকানা নগরীর ২নং গেইট আলফালাহ গলির রাব্বাসী হাউসেও বাদীকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আইন কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও শিক্ষা নবীশ আইনজীবী মোহাম্মদ সালাউদ্দীনকে চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম এ রাউজান উপজেলার পলোয়ান পাড়া এলাকার সামশুল হকের পুত্র মোহাম্মদ জসিম উদ্দীন নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৭ সেপ্টম্বর মামলা করেন। মামলায় ১৬নং আসামি করা হয় সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দীন কাদের মানিককে।

উক্ত বাদীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্রদল নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছে গত ৩ অক্টোবর। ছাত্রদল নেতা বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাঠে ময়দানে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার গ্রেফতার এবং একাধিক মামলার আসামি। এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান বলেন, ঘটনায় জড়িত না এরকম কোন ব্যাক্তিকে নাম মামলায় আসলেও তদন্তে তাদের নাম বাদ যাবে। পুলিশ ইচ্ছে করে নিরপরাধ কোন ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় বিষয়টি মাথায় রেখে তদন্ত কাজ করছে।

এ বিষয়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল নেতা সালাদ্দীন কাদের মানিক বলেন, আমাদের সাথে গ্রামে পারিবারিক জায়গা জমি নিয়ে মহানগর ছাত্রদলের এক নেতার পরিবারের সাথে বিরোধ রয়েছে। বিরোধের জের ধরে টাকার বিনিময়ে ভাড়াটিয়া বাদীকে দিয়ে আমাকে হেয় করার জন্য আসামি করা হয়েছে। অথচ ঘটনার সাথে আমি বিন্দুমাত্র জড়িত না এবং জানিও না বাদীকেও আমি জীবনে দেখিনি।

এ বিষয়ে চট্টগ্রাম মহানর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ব্যক্তিগত বিরোধের কারাণে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেওে যদি বিএনপির কোন নেতা কর্মীর ইন্দনে দলীয় কোন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপি নেতা কর্মীরা গত বিগত প্রায় দেড় যুগ ধরে মামলা হামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এসময়ে এসেও যদি মিথ্যা মামলার শিকার হয় সেটা মেনে নেয়ার মত না।

এমএসএম / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত