ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ইনিংস ব্যবধানে হারল ভারত, সমতায় ফিরল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:২৪

লর্ডসে হারের পর লীডস টেস্টেই ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড। হেডিংলিতে শনিবার সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতকে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো জো রুটের দল। নটিংহামে প্রথম টেস্ট ড্র হয়েছিলো। আর লর্ডসে দ্বিতীয় টেস্ট ১৫১ রানে জিতেছিলো ভারত।

শুক্রবার (২৭ আগস্ট) তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৫ রান তুলেছিলো ভারত। চেতেশ্বর পূজারা ৯১ ও অধিনায়ক বিরাট কোহলি ৪৫ রানে অপরাজিত ছিলেন। ইনিংস হার এড়াতে ৮ উইকেটে হাতে নিয়ে আরও ১৩৯ রানের প্রয়োজন ছিলো টিম ইন্ডিয়ার। কারণ প্রথম ইনিংসে ৭৮ রানের অলআউট হওয়ায় ৩৫৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে তারা। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিলো ৪৩২ রান।

তাই পূজারা ও কোহলির উপরই ভরসা ছিল দলটির। তবে শনিবার চতুর্থ দিনের ২১তম বলেই প্যাভিলিয়নে ফেরেন পূজারা। এদিন পূজারাকে কোনো রানই করতে দেননি ইংল্যান্ডের ডান-হাতি পেসার ওলি রবিনসন। ইনিংসে সর্বোচ্চ ৯১ রান আসে পূজারার ব্যাট থেকে। ১৮৯ বলে ১৫টি চার মারেন তিনি।

এরপর আজিঙ্কা রাহানেকে নিয়ে বড় জুটির পরিকল্পনায় ছিলেন কোহলি। তাদের উইকেটে থিতু হবার চেষ্টাটাও বিফল করে দেন রবিনসন। আট ইনিংস পর টেস্টে হাফ-সেঞ্চুরি করা কোহলিকে শিকার করেন তিনি। ২৬তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮টি চার মারেন কোহলি। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন কোহলি। আগের দিন দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করে ফেরেন রোহিত শর্মা।

দলীয় ২৩৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন কোহলি। এরপর ৪১ রানে বাকী ৬ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ২৭৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। এদিন ১৯ দশমিক ৩ ওভার ও ১ ঘণ্টা ৪৮ মিনিট ক্রিজে টিকতে পারে ভারতের আট ব্যাটসম্যান। শেষদিকে রবীন্দ্র জাদেজার ২৫ বলে ৩০ রান ভারতের হারের ব্যবধান কমিয়েছে কেবল।

ভারতের টেল-এন্ডার ব্যাটসম্যান ইশান্ত শর্মাকে শিকার করে ৪ ম্যাচের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করেন রবিনসন। নটিংহামে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ক্রেইগ ওভারটন নেন ৩টি উইকেট। আর প্রথম ইনিংসে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেয়া অ্যান্ডারসন পান একটি।

ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলি রবিনসন। আগামী ২ সেপ্টেম্বর থেকে ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথম জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। ৩ ম্যাচে ভারতের সমান ১৪ পয়েন্ট ইংলিশদের। যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে তারাই। ২ ম্যাচে ১২ করে পয়েন্ট আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের।

প্রীতি / প্রীতি

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল