বাঁশখালীতে টাকার বিনিময়ে রোহিঙ্গা ভোটার করার অভিযোগ
বাঁশখালী যেন এখন রোহিঙ্গা ঘাঁটি। উপজেলার গণ্ডামারা, সরল, ছনুয়াসহ বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের ভোটার করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। নেপথ্যে রয়েছে ইউপি সদস্য, চৌকিদার, ইউপি সচিবসহ প্রভাবশালী সিন্ডিকেট চক্রের যোগসাজশ।
জানা গেছে, রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দিতে দেয়া হয়েছে জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন ডকুমেন্ট। উপজেলার গণ্ডামারা, সরল ও ছনুয়া এলাকায় ভোটার হওয়া রোহিঙ্গা নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ডস) নিয়ে রোহিঙ্গা নাগরিকরা পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফাইকালে উঠে আসে রোহিঙ্গা নাগরিকদের বাঁশখালীতে ভোটার করার গোপন তথ্য। রোহিঙ্গা আতংকে বাঁশখালীজুড়ে চলছে তোলপাড়।
টাকার বিনিময়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউপির ২নং ওয়ার্ড এলাকার মৃত জিন্নাত আলী ও নবিচ খাতুনের সন্তান সাজিয়ে রোহিঙ্গা নাগরিক কেফায়েতুল্লাহর নামে জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের সার্টিফিকেট, ওয়ারিশ সনদসহ জাতীয়পত্র (ভোটার আইডি কার্ড) বানিয়ে দিয়েছে চৌকিদার আবু বক্কর ও ইউপি সদস্য শাহ আলম। একই ভাবে উপজেলার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাল্যার বাড়ী এলাকার মফিজুর রহমান ও নাছিমা বেগমের সন্তান সাজিয়ে মোহাম্মদ জুহার নামে এক রোহিঙ্গা নাগরিকের নামে করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড)। এছাড়াও একই উপজেলার ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছালেহ আহমদ সিকদার বাড়ির আব্দুল মতলব ও কামরুন নেছার মেয়ে সাজিয়ে হামিদা বেগম নামে আরো এক রোহিঙ্গা নারীর নামে জন্ম নিবন্ধন করা হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ অক্টোবর) সরেজমিন পরিদর্শনকালে স্থানীয়রা বলেন, গণ্ডামারা ইউপির ২নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের মেয়ে বেবি আক্তারকে বিয়ে করে ঘরজামাই থাকার সুবাদে টাকার বিনিময়ে কেফাতুল্লাহ নামে ওই রোহিঙ্গা নাগরিককে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র করে দিয়েছে ২নং ওয়ার্ডের চৌকিদার আবু বক্কর এবং ইউপি সদস্য শাহ আলম ওরফে মদন মেম্বারসহ সংশ্লিষ্টরা। রোহিঙ্গা নাগরিক কেফাতুল্লাহ ওই সব ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট করার আবেদন করায় পাসপোর্ট ভেরিফাই প্রতিবেদনের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর (ডিএসবি) মো. ফারুক। তদন্তকালে ডকুমেন্টসে সন্দেহ সৃষ্টি হওয়ায় সরেজমিন পরিদর্শন করে ওই সব লোক রোহিঙ্গা নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাসপোর্ট কার্যক্রম স্থগিত করতে রিপোর্ট প্রদান করে পাসপোর্ট আটকে দিয়েছেন বলে জানিয়েছেন সাব-ইন্সপেক্টর (ডিএসবি) মো. ফারুক।
রোহিঙ্গা নাগরিক কেফাতুল্লাহর স্ত্রী বেবি আক্তার বলেন, আমার স্বামীর বাড়ি কক্সবাজার, তার মা-বাবা কেউ নেই, স্বামী কেফাতুল্লাকে ভোটার করতে চৌকিদার আবু বক্কর ২৫ হাজার টাকা, অন্য একজনে নিয়েছে ২৫ হাজার, সর্বমোট ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে রোহিঙ্গা নাগরিক কেফাতুল্লাহর স্ত্রী বেবি আক্তার। টাকার বিনিময়ে রোহিঙ্গাকে ভোটার করার বিষয়ে জানতে চাইলে চৌকিদার আবু বক্কর বলেন, এই বিষয়ে কোন কিছুই জানিনা, তাদেরকে চিনিওনা বলে বিষয়টি সম্পূর্ণ রূপে অস্বীকার করেন আবু বক্কর। ইউপি সদস্য শাহ আলম বলেন, আমি অশিক্ষিত মানুষ, কোন সময় কার ফাইলে স্বাক্ষর দিয়েছি, আর স্বাক্ষর কে নিয়েছে সেটাতো আমার জানা নেই।
বিষয়টি জানাজানি হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেন মৃত জিন্নাত আলীর পুত্র জাকের হোসেন ও নবী হোসেনের পরিবারের সদস্যরা। অভিযোগকারী জাকের ও নবী হোসেন বলেন, আমরা ২ ভাই ১ বোন, কিন্তু পাশ্ববর্তী এলাকার আমির হোসেনের মেয়ে বেবি আক্তারকে বিয়ে করে ঘরজামাই থাকা কেফাতুল্লাহ ওরফে বার্মাইয়াকে আমাদের বাবা -মার সন্তান সাজিয়ে এই রোহিঙ্গা নাগরিককে ভোটার করে দিয়েছে,বিষয়টি জানতে পেরে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি, এই অনৈতিক কাজের জড়িত চৌকিদার ও ইউপি সদস্যের শাস্তির দাবি করেছে মৃত জিন্নাত আলীর পরিবারের সদস্যরা।
সরল ইউনিয়নের বেশকিছু লোক বলেন, ইউপি সদস্য রশিদ আহমদ (ওরফে চুল রশিদ) বড় অংকের টাকার বিনিময়ে এই এলাকার মফিজুর রহমান ও নাছিমা বেগমের সন্তান সাজিয়ে মোহাম্মদ জুহার নামে এক রোহিঙ্গা নাগরিককে ভোটার করে দিয়েছে বলে আমরা শুনেছি। মুলত মফিজুর রহমান ও নাছিমা বেগমের ছেলে আলী আকবর (প্রবাসী) কক্সবাজার এলাকায় থাকতো, তার সাথে ওই রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জুহারের পরিচয়ের সুবাদে এখানে ভোটার হওয়ার সুযোগ পেয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। আর টাকার বিনিময়ে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রশিদ আহমদ এবং চৌকিদার মোঃ মোর্শেদ এই কাজ করে দিয়েছে বলেও জানান স্থানীয়রা।
৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছে ইউপি সদস্য রশিদ আহমেদ, তার সাথে যোগাযোগ চেষ্টা করলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি। তবে চৌকিদার মোঃ মোর্শেদ বলেন, মফিজুর রহমানের পরিবার আমার দূরসম্পর্কের আত্মীয় হয়, তার ছেলে আলী আকবর (প্রবাসী) এক সময় কক্সবাজারে থাকতো, সে সুবাদে হয়তো রোহিঙ্গার সাথে আলী আকবরের পরিচয় হতে পারে। তবে রোহিঙ্গা মোহাম্মদ জুহারের ভোটার হওয়ার পর মফিজুর রহমানের স্ত্রী নাছিমা বেগম ওই রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জুহারের ভোটার বাতিল করতে আবেদন করেছে, সেই আবেদনের কপি তার আছে বলে জানিয়েছে চৌকিদার মোর্শেদ।
একইভাবে উপজেলার ছনুয়া ইউপি সচিব আনছার উল্লাহ, ১নং ওয়ার্ডের চৌকিদার এবং ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের বিরুদ্ধেও মোটা অংকের টাকার বিনিময়ে হামিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে জন্ম নিবন্ধন করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আত্মগোপন রয়েছে ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, তার সাথে যোগাযোগ চেষ্টা করলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি। একই ভাবে ১নং ইউপি সদস্য রেজাউল করিমও আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ছনুয়া ইউপি সচিব আনছার উল্লাহর সাথে যোগাযোগের একাধিক বার চেষ্টা করলেও মোবাইল সংযোগ পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের কোন ধরনের তোয়াক্কা না করেই টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদসহ বিভিন্ন ডকুমেন্টস দিয়েছে গণ্ডামারা ২নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম, চৌকিদার আবু বক্কর , সরলের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রশিদ আহমেদ, চৌকিদার মোর্শেদ, ছনুয়া ইউপি সচিব আনছার উল্লাহ, ১নং ওয়ার্ডের চৌকিদার এবং চেয়ারম্যান হারুন রশীদ। এই নিয়ে বাঁশখালীজুড়ে তোলপাড় চলছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, গণ্ডামারা ২নং ওয়ার্ডে রোহিঙ্গা নাগরিক কেফাতুল্লাহ, সরলের ৮নং ওয়ার্ডে রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ জুহারকে ভোটার করা হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে, অপরাধ প্রমাণিত হলে মামলা করা হবে বলে জানান তিনি, এসময় তিনি আরো বলেন, গণ্ডামারা এলাকায় কেফাতুল্লাহ নামে যে রোহিঙ্গা ভোটার হয়েছে তার ফাইলটা সম্ভবত ওই এলাকার চৌকিদার এখানে আনছিল। তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন হারুন মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / জামান
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক