ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলে বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ৩:১৫

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি ও পরিবহন সেক্টরকে দলীয়করণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও নির্বাচনের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংবাদ সম্মেলন করেছেন বাস মালিক সমিতির সদস্যরা।

টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ মালিকদের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালে জেলা বাস মালিক সমিতি এবং জেলা লাক্সারি মিনিবাস মালিক সমিতি নামে দুটি পৃথক সমিতি শ্রম মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে বৈধভাবে পরিচালিত হচ্ছিল। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রভাব বিস্তার করে অবৈধভাবে দুটি সমিতি একত্র করে মহাসচিব নামে একটি পদ সৃষ্টি করেন। শুধুমাত্র চাঁদাবাজি এবং লুটপাটের উদ্দেশ্যে দুটি সমিতিকে একত্রীকরণ করা হয়, যা অদ্যাবধি চলমান।

তিনি বলেন, সর্বশেষ ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে পাতানো একটি সাধারণ সভা ডাকা হয়। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় সব মালিকরা হাত তুলে সম্মতি দিলে অথবা নির্বাচনের পক্ষে সম্মতি দিলে সেটাই কার্যকর হওয়ার কথা। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মালিকদের হাত তুলতে বললে কোনো মালিক হাত তুলে সম্মতি জ্ঞাপন করেননি। এরপরও সব নিয়মনীতি উপেক্ষা করে মালিক সমিতি তিন বছরের নামে অবৈধ কমিটি ঘোষণা করে, যা অদ্যাবধি বহাল আছে। বর্তমান মালিক সমিতি রেজিস্ট্রেশনবিহীনভাবে চলছে।

তিনি বলেন, মালিক সমিতির মহাসচিব বড় মনি দুটি ধর্ষণ মামলাসহ একাধিক হত্যা মামলার আসামি। বর্তমানে বিগত সরকারের অনুগতরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি পরিচালনা করছেন। এ নিয়ে সাধারণ মালিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্নভাবে তোলা টাকা থেকে সাধারণ মালিকরা ৮১ লাখ টাকা পাওনা আছেন বলে জানান তিনি।

শফিকুর রহমান খান শফিক, সমিতির শুরু থেকে কোনো মালিক মৃত্যুবরণ করলে তাকে এককালীন ৫০ হাজার টাকা দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেয়া হয়নি। মালিকদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে দুই হাজার টাকা দেয়ার কথা থাকলে সেটাও কাউকে দেয়া হয়নি। এছাড়া নামে-বেনামে ভুয়া বিল-ভাউচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান মিটন, সকাল সন্ধ্যা পরিবহনের মালিক জাদিদুর রহমান জাদিদ, অ্যাপোলো এন্টারপ্রাইজের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন খান, শহিদুর রহমান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক রুমি ভূঁইয়াসহ শতাধিক মালিক।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ মালিকরা বলেন, সমিতির শুরু থেকেই কোনো মালিক মৃত্যুবরণ করলে তাকে একাকালীন ৫০ হাজার টাকা দেয়ার কথা কিন্তু সেই মরণোত্তর টাকা কোনো মালিককে প্রদান করা হয়নি। সাধারণ মালিকদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করার জন্য প্রতি বছরের জানুয়ারি মাসে দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়ার কথা থাকলেও সে টাকাও দেয়া হয়নি। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দলীয় নেতাকর্মীদের মাসোয়ারা-ভিত্তিতে সমিতি থেকে প্রতি মাসে টাকা দেয়া হয় এবং বিভিন্ন নামে-বেনামে ভুয়া বিল-ভাউচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়। নিরপেক্ষভাবে তদন্ত করলে তার সঠিক প্রমাণ পাওয়া যাবে।

বর্তমান প্রেক্ষাপটে অবৈধ কমিটি এবং চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে সাধারণ মালিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। তাদের দাবি, চাঁদাবাজদের দিয়ে গঠিত অবৈধ কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিকভাবে প্রকৃত পরিবহন মালিকদের সমন্বয়ে সমিতি পরিচালনা করা হোক।

T.A.S / জামান

সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

‎শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প

অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার