বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার বর্ধিত সভা অনুষ্ঠিত

বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে, আজ ১০ই অক্টোবর শুক্রবার দুপুর দুইটাই জেদ্দাস্থ কাবাবিশ হোটেলে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক ম জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মঈন চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা কামাল হোসেন, ফারুক আহমেদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াখত আলী, মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মামুন তাজ, মোহাম্মদ ইদ্রিস, বেলায়েত হোসেন, মাওলন আসাব উদ্দীন, সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, গোল্ডেন মামুন, ইনভেস্টর ইকবাল, মো: ইকবাল, ইসলাণ, আব্দুর রাজ্জাক, শেখ ইসমাইল, মোহাম্মদ হাসান উল্লাহ, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ রাসেদ, মোস্তাক আহমেদ সহ আ মোরাদ, খাইরুল ইসলাম, আবু তাহের, মোরাদ হোসেন, এস মহিউদ্দিন, ও অনেকেই।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও কমিটির সদস্যদের পরিচয় পর্বের পর আসন্ন নতুন কমিটি নির্বাচন নিয়ে আলোচনা হয়। আসন্ন নির্বাচনের জন্য সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহের ও কমিটি গঠনের লক্ষে একটি কমিশন গঠন করা হয়। সে লক্ষ্যে সভায় উপস্থিত সদস্যদের মাঝে আলোচনা হয়। সবার সম্মতিতে আগামী ১৪ দিনের মধ্যেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সদস্য পদের ফি প্রস্তাব আসে। এ ছাড়া সদস্য পদ নবায়ন, নতুন সদস্য পদ গ্রহণের জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়।
সভায় চট্টগ্রাম সমিতির জেদ্দার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ এবং নতুন কমিটি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহীত হয়েছে। ১৪ দিনের মধ্যেই নতুন কমিটি গঠনের লক্ষে একটি কার্যনির্বহী কমিটি গঠন করা হয়, কমিটির আহ্বায়ক হিসেবে সিনিয়র উপদেষ্টা কামাল হোসেন কে আহ্বায়ক ও উপদেষ্টা ফারুক আহমেদ কে সদস্য সচিব করে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার আগেই আগামী ১৪ দিনের মধ্যেই সকল সদস্যদের মতামতের বৃত্তিতে একটি নতুন কমিটি উপহার দেবেন বলে আশা প্রকাশ করেন নতুন কমিটির বাস্তবায়ন কমিশনের আহ্বায়ক সিনিয়র উপদেষ্টার কামাল হোসেন, তিনি সকল সদস্যদের তার ব্যক্তিগত মোবাইল ও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেই মতামত তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম সমিতি জেদ্দার সাবেক ও বর্তমান কিছু সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং সকল প্রবাসিদের জন্য দোয়া ও মোনাজাত করেন মওলানা আছাব উদ্দিন।
T.A.S / T.A.S

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান

কাতারে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল রুয়াইস ট্রাভেলস এর দ্বিতীয় শাখা

কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে

ঈদুল আজহায় কাতার মাতাবেন নগর বাউল জেমস সহ বাংলাদেশী শিল্পীরা

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন

কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

কাতারে যাত্রা শুরু করলো, বাংলাদেশি প্রতিষ্ঠান এ আর ট্রাস্ট ট্রাভেল এন্ড ট্যুরিজম

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

কাতারে কাশেম আলী'র মৃত্যুতে দোয়া মাহফিল করেছে প্রবাসী চট্রগ্রামবাসী
