কর্ণফুলীর তিন কারখানার স্ক্র্যাপ ব্যবসায় বিএনপি-আ.লীগের ভাগাভাগি

চট্টগ্রামে কর্ণফুলীর ফোর এইচ গ্রুপের ব্যালামী টেক্সটাইল লিমিটেড, ডিভাইন ইন্টিমেটস লিমিটেড এবং ইন্টিমেটস ইলাস্টিক লিমিটেড নামে তিন কারখানার বাতিলকৃত পরিত্যক্ত স্ক্র্যাপের ব্যবসা আগে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। কিন্তু গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে মুখোমুখি হয়েছে বিএনপি গ্রুপ ও আওয়ামী লীগ। ফলে এখন বেশিরভাগ চলে গেছে বিএনপি নেতাদের দখলে। তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সময় বিএনপি নেতাদেরও যোগসাজেশ ছিল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস ও খোয়াজনগর (৪ নম্বর) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত আলীর মধ্যে ৬০ এবং ৪০ ভাগ অংশে ভাগাভাগি হয় বলে নির্ভরশীল সূত্রের দাবি। তবে আওয়ামী লীগ নেতার সাথে ব্যবসায় ভাগাভাগির বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেতা আলহাজ আলী আব্বাস।
জানা গেছে, বর্তমানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে অবস্থিত ব্যালামি টেক্সটাইল লিমিটেডের একটি নিজস্ব প্যাডে ফোর এইচ গ্রুপের উপ-মহাব্যবস্থাপক এমএম মোর্শেদ চৌধুরী বাতিল মালামাল গ্রহণকারী ব্যক্তি হিসেবে আলহাজ আলী আব্বাস ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত আলীর মধ্যে স্ব স্ব প্রতিনিধিসহ একটি চুক্তি হয়। চুক্তিমতে স্ক্র্যাপ বের করার ব্যবস্থা চলছে প্রায় দুই মাস।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বিএনপি নেতার অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে কমিশন নিয়ে এসব বাতিল স্ক্র্যাপ বের করার ব্যবসা রাতারাতি দখলে নিয়েছে অন্য একটি গ্রুপ। তবে ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগপন্থী কেউ আর মালামাল নিতে আসেনি। পরে এ ঘটনার সমঝোতা করতে গোপন বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে সিদ্ধান্ত হয় ভাগাভাগি করে ব্যবসা করবেন বিএনপি-আওয়ামী লীগের নেতারা। ভাগাভাগির বিষয়টি স্বীকার করেছেন ফোর এইচ গ্রুপের উপ-মহা ব্যবস্থাপক এমএম মোর্শেদ চৌধুরী। তিনি নিজেও কাগজে স্বাক্ষর করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর বিএনপি নেতাদের সঙ্গে বাতিল মালামাল ব্যবসার ভাগাভাগি হয়েছে। লিখিত চুক্তিপত্র অনুযায়ী এখন ব্যবসা দুই গ্রুপের নিয়ন্ত্রণে আছে। কম হলেও এখানে বছরে ৩০-৪০ লাখ টাকার ব্যবসা হয়।
প্রতিবেদকের কাছে থাকা একটি চুক্তিপত্রে দেখা যায়, চুক্তিটি সম্পাদিত হয় গত ২৭ আগস্ট। তাতে লেখা আছে- 'খোয়াজনগর এলাকার মেসার্স ফেয়ার ট্রেডিং এবং মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ যৌথভাবে প্রতি মাসে বাতিলকৃত মালামাল পূর্বের স্ব স্ব কারখানার অনুমোদিত মূল্য তালিকা অনুযায়ী মালামাল গ্রহণ করবেন এবং ফোর এইচ ফ্যাশনস লি.-এর অ্যাকাউন্ট বরাবরে চেক প্রদান করবেন।
আরো লেখা আছে- উক্ত চুক্তিনামা ফোর এইচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ব্যালামী টেক্সটাইলস লি., ডিভাইন ইন্টিমেটস লি. এবং ইন্টিমেটস ইলাস্টিক ইন্ডাস্ট্রিজ লি.-এর জন্য প্রযোজ্য। উপরোক্ত কারখানাসমূহের বাতিলকৃত মালামাল পূর্বনির্ধারিত মূল্যে প্রদান করা হবে এবং পুরো বিষয়টি তদারকির দায়িত্বে থাকবেন আলহাজ আলী আব্বাস ও মো. হাসমত আলীর নিয়োগকৃত ম্যানেজার। ফোর এইচ গ্রুপের পক্ষে উপ-মহাব্যবস্থাপক এমএম মোর্শেদ চৌধুরী।
জানা গেছে, সরকার পতনের পর দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের দখলে ছিল এসব ব্যবসা। এখন একে একে দখলে নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভাগাভাগি করতে সমঝোতার চেষ্টার খবরও পাওয়া যাচ্ছে।
চুক্তির বিষয় ও ভাগাভাগি করে আওয়ামী লীগের সাথে ব্যবসা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলী আব্বাস বলেন, আমি গার্মেন্টস ব্যবসা করি, আমি নিজে মালিক। আমি কেন আওয়ামী লীগ নেতার সাথে স্ক্র্যাপ ব্যবসা করতে যাব- বলে পাল্টা প্রশ্ন করেন। ফোর এইচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ব্যালামী টেক্সটাইলসের একটি চিঠিতে আপনার নাম লেখা রয়েছে, তাহলে এটার রহস্য কী, আপনাকে নিয় কোনো চক্রান্ত হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলে বলেন, আমি রাজনীতি করি, আমার শত্রুর অভাব নেই। দিনে-রাতে চক্রান্ত চলে। এটা তারই কোনো অংশ হতে পারে।
এমএসএম / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ
