ঢাকা বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ওয়াসিম আকরামের নামে ফ্লাইওভারের নামকরণের দাবিতে স্মারকলিপি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-১০-২০২৪ বিকাল ৬:৪২

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিম আকরামের নামে ফ্লাইওভারের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় আমরা চট্টগ্রামবাসী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন ও চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

আমরা চট্টগ্রামবাসী সংগঠনের আহ্বায়ক এস কে খোদা তোতনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মুজিবর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ অধ্যাপক শেখ মহিউদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুজিবর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম প্রথম শহীদ হন। শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামে ফ্লাইওভারের নামকরণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। এই বিপ্লবের ইতিহাস শহীদ ওয়াসিমের ইতিহাস, চট্টগ্রামবাসী যুগ যুগান্তর স্মরণ রাখবে।

প্রধান বক্তার বক্তব্যে তানভীর হায়দার আরিফ বলেন, শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামে লালখান বাজার ফ্লাইওভারটির নামকরণ করতে হবে। পতিত স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমরা শহীদ ওয়াসিমের এই আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমরা শহীদ ওয়াসিমের ইতিহাস চট্টগ্রামের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখতে চাই।

বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন বলেন, দীর্ঘ আন্দোলন আর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। শহীদ ওয়াসিম আকরামের নামে লালখান বাজার ফ্লাইওভারটির নামকরণ করার জোর দাবি জানাই।

সভাপতির বক্তব্যে এস কে খোদা তোতন বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তান ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। যতদিন গণতন্ত্র থাকবে ততদিন শহীদ ওয়াসিম আকরামের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা জুলাই বিপ্লবে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ ওয়াসিম আকরাম তার জীবন উৎসর্গ করে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল করেছে। আমরা লালখান বাজার ফ্লাইওভারের নাম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণের জোর দাবি জানাই।

আমরা চট্টগ্রামবাসী সংগঠনের সদস্য সচিব এ বি জিয়া উদ্দিন ও আরিফুর রহমান মিঠুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আমরা চট্টগ্রামবাসী সংগঠনের নেতা তোফাজ্জল হোসেন, আকতার খান, এসএম আজাদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, লায়ন রিয়াজ, জুয়েল, হিসাম দুলাল, কালাম, লিটন, মালেক, মিজান, শাকিল, রাসেল, ওমর ফারুক, বিপ্লব প্রমুখ।

T.A.S / জামান

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত