ওয়াসিম আকরামের নামে ফ্লাইওভারের নামকরণের দাবিতে স্মারকলিপি
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিম আকরামের নামে ফ্লাইওভারের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় আমরা চট্টগ্রামবাসী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ের সামনে মানববন্ধন ও চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আমরা চট্টগ্রামবাসী সংগঠনের আহ্বায়ক এস কে খোদা তোতনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মুজিবর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ অধ্যাপক শেখ মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মুজিবর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম প্রথম শহীদ হন। শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামে ফ্লাইওভারের নামকরণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি। এই বিপ্লবের ইতিহাস শহীদ ওয়াসিমের ইতিহাস, চট্টগ্রামবাসী যুগ যুগান্তর স্মরণ রাখবে।
প্রধান বক্তার বক্তব্যে তানভীর হায়দার আরিফ বলেন, শহীদ ওয়াসিম আকরামের নামে চট্টগ্রামে লালখান বাজার ফ্লাইওভারটির নামকরণ করতে হবে। পতিত স্বৈরাচার সরকার এবং তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। আমরা শহীদ ওয়াসিমের এই আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমরা শহীদ ওয়াসিমের ইতিহাস চট্টগ্রামের প্রতিটি দেয়ালে দেয়ালে লিখতে চাই।
বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন বলেন, দীর্ঘ আন্দোলন আর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। শহীদ ওয়াসিম আকরামের নামে লালখান বাজার ফ্লাইওভারটির নামকরণ করার জোর দাবি জানাই।
সভাপতির বক্তব্যে এস কে খোদা তোতন বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তান ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। যতদিন গণতন্ত্র থাকবে ততদিন শহীদ ওয়াসিম আকরামের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা জুলাই বিপ্লবে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ ওয়াসিম আকরাম তার জীবন উৎসর্গ করে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল করেছে। আমরা লালখান বাজার ফ্লাইওভারের নাম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণের জোর দাবি জানাই।
আমরা চট্টগ্রামবাসী সংগঠনের সদস্য সচিব এ বি জিয়া উদ্দিন ও আরিফুর রহমান মিঠুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- আমরা চট্টগ্রামবাসী সংগঠনের নেতা তোফাজ্জল হোসেন, আকতার খান, এসএম আজাদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, লায়ন রিয়াজ, জুয়েল, হিসাম দুলাল, কালাম, লিটন, মালেক, মিজান, শাকিল, রাসেল, ওমর ফারুক, বিপ্লব প্রমুখ।
T.A.S / জামান
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক