খুলনায় সব নিত্যপণ্যের লাগামহীন দাম

খুলনার বাজারে বেড়েছে শাকসবজিসহ সকল নিত্যপণ্যের দাম। সবজি, মসলা, মাছ ও চালসহ বাদ যায়নি কিছুই। মধ্যবিত্ত পরিবারের কর্তাব্যক্তি হয়ে আছেন কোণঠাসা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের ঝাল। আড়তেই কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫২০-৫৬০ টাকা দরে, যার দাম সপ্তাহখানেক আগেও ছিল ১৮০-২২০ টাকা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে খুলনা নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।
নগরীর নতুন বাজার, গল্লামারি বাজার, মিস্ত্রিপাড়া বাজার, নিউমার্কেট বাজার গুলো ঘুরে দেখা যায়, ৫৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়, ৩০ টাকার মিস্টি কুমড়া পৌঁছেছে ৬০ টাকায়, ৪০ টাকার শসা ৬০-৭০ টাকা, করল্লা ৮০, বেগুনের কোনো গুন না থাকলেও দাম বেড়েছে দ্বিগুণ, ৭০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। টমেটো ২৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঢেঁড়স ৬০, কুশি ৮০, পটল ৯০, কচুর মুখী ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এককথায় ৭০-৮০ টাকার নিচে কোনো সবজি নেই বাজারে। ব্যবসায়ীরা দাবি করছেন, সরবরাহ কম তাই দাম বেড়েছে।
অন্যদিকে মা ইলিশ রক্ষায় সমুদ্রে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় বাজারে সাগরের মাছের সরবরাহ কমেছে। সেই সুযোগে স্থানীয় অঞ্চলের উৎপাদিত মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্প, নালোটিকা, চায়না পুাঁট, সিলভারকার্প আকার ভেদে ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। টেংরা মাছ, হরিণা চিংড়ি, চামি চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত।
পাঙাস ও তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১২০-২৮০ টাকা পর্যন্ত। চাষের কৈ ২০০-২৫০ টাকা, শোল মাছ ৩০০-৬০০, টাকি মাছ ২০০-৩০০, রুপচাঁদা ৬০০-৭০০, দাঁতনে মাছ ২০০-৫০০, পুঁটি মাছ ৬০-১২০, জাবা ২৬০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা মঈনুল হক জানান, গত এক সপ্তাহে সবকিছুর দাম বেড়েছে। ১০০ টাকায় এক ধরনের তরকারি কিনতেই হিমশিম খেতে হচ্ছে। তার সাথে বেড়েছে মাছের দাম। সবকিছু কম কম কিনতে হচ্ছে বলে তিনি জানান।
একজন খুচরা বিক্রেতা বলেন, আমরা আড়ত থেকে কিনে আনি শাকসবজি। আড়তেই দাম বেশি। আমাদের কিচ্ছু করার নেই। আর এমনিতেই আড়তেও সবকিছুর চালান কম। তাই এমন হচ্ছে।
অন্য এক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ১৫ দিন আগেও কাঁচামরিচসহ সবজির দাম কিছুটা কম ছিল। চলতি সপ্তাহে দাম অনেক বেড়েছে। ২০০ গ্রাম কাঁচামরিচ কিনেছি ১৪০ টাকায়। সালমা আক্তার বলেন, এক সপ্তাহেই মরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এভাবে চলতে থাকলে আমাদের বেঁচে থাকা কষ্ট হয়ে দাঁড়াবে।
লাগামহীন দাম বাড়লেও চাকরিজীবীদের তো লাগামহীন বেতন বাড়ছে না। অন্যদিকে চালের দামও বেড়েছে ৫ থেকে ১০ টাকা করে। বুলেট ও স্বর্না বুলেট প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, চিকন চাল জাতভেদে ৬০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে সংকট দেখা দিয়েছে স্থানীয় মোটা চাল ও ভোজন চালের।
পাইকারি এক বিক্রেতা বলেন, আমাদের আড়তে দূর-দূরান্ত থেকে তরকারি ও কাঁচা শাকসবজি আসে। এই সবজি আসতে কৃষকের পর প্রায় দুই হাত বদল হয়। এজন্য একটি পরিমাণ দাম বৃদ্ধি পায়। অন্যদিকে, শাকসবজির চালান বাজারে কম। এজন্যও সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে।
সচেতন নাগরিকরা মনে করছেন, নিয়মিত বাজার মনিটরিং এবং বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণ এবং মূল্য নিয়ন্ত্রণের ওপর বিশ্লেষণপূর্বক ব্যবস্থা নেয়া দরকার। দাম বৃদ্ধির মূল কারণ খুঁজে না পেলে কমানো যাবে না।
T.A.S / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
