দোহারে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা জেলার দোহার উপজেলা ছাত্রলীগের আয়োজনে ‘কবিতায় বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের শোকগাথা’ স্লোগানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে কবিতায় অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত শিক্ষার্থীরা আসেন। এই কবিতা প্রতিযোগিতা তিন ক্যাটাগরিতে নেয়া হয় প্রথম স্কুল পর্যায়, দ্বিতীয় কলেজ এবং তৃতীয় সাধারণ পর্যায়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগের তত্ত্বাবধানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য জয়নাল আবেদিন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক শরীফ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, দোহার থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, বিলাসপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রাশেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সান্ত, ছাত্রনেতা শিহাব-উর রহমান শিকদার।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য মীর বরকত, প্রেসিডিয়াম সদস্য ইকবাল খোরশেদ, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাকসুদা আক্তার প্রমুখ।
এমএসএম / জামান

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড
