এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া এলাকায় স্থানীয় বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ইউসুফ আলী বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না এ শপথ নিয়েই আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়তে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ চরম বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের চাপে জর্জরিত। এই পরিস্থিতি বদলাতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির ৩১ দফা হলো বৈষম্যমুক্ত, সুশাসনভিত্তিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা।
বৈঠকে সভাপতিত্ব করেন শাহাদত হোসেন সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আমিনুল ইসলাম কুহেল। তিনি বলেন, ৩১ দফার প্রতিটি ধারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দফাগুলো বাস্তবায়িত হলে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল ওহাব, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্টন আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার
মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা