ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দৌলতী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:৫৬

চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রশিদ দৌলতীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বিএনপি পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়। এর ঠিক চার মাস পর একই ব্যক্তি বাগিয়ে নিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদদের (চট্টগ্রাম  বিভাগ) পদ। এ নিয়ে দক্ষিণ চট্টগ্রামের বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিস্ময় প্রকাশ করে তৃণমূল নেতারা বলেন, উপজেলা কমিটি হতে অব্যাহতি পাওয়ার পর কেন্দ্রীয় কমিটিতে রশিদের পদ পাওয়া দলের গঠনতন্ত্র পরিপন্থী। কেননা, গত ২০ মে দলীয় শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র মতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এনামুল হক এনাম। কিন্তু এসব আদেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহুল আলোচিত-সমালোচিত মোহাম্মদ আবদুর রশিদ দৌলতীকে বিএনপির মতো একটি দলের আরেকটি অঙ্গসংগঠনের সম্পাদকীয় পদ দেয়া মানে দলীয় গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত বলে অনেক সিনিয়র নেতারা কড়া মন্তব্য করেন।

এর আগে গত ১৬ মে মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে কমিটি গঠনের ১৬ মাসের মাথায় জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয় কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। ওই কমিটিতেও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব ছিলেন ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী। 

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ জেলা বিএনপির এক নেতা জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে দুটি পদ থেকে বহিষ্কার হন দৌলতী। কিন্তু বহিষ্কারাদেশটি এখনো প্রত্যাহার করা হয়নি। এরই মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এটা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। এই কমিটির সভাপতি-সম্পাদক নিশ্চিত আত্মীয়করণ, স্বজনপ্রীতি ও গঠনতন্ত্র পরিপন্থীভাবে তাকে কমিটিতে পদ দিয়েছেন, যা অনুসন্ধান করে বাদ দেয়া দরকার।

এ প্রসঙ্গে বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, পটিয়া উপজেলা বিএনপি ও দক্ষিণ জেলা কৃষক দল থেকে বহিষ্কৃত এক ব্যক্তি কী করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হয়, সেটা আমাদের জানা নেই। আপনারা কৃষক দলের সভাপতি-সম্পাদকের সাথে কথা বলতে পারেন। বিষয়টি নিয়ে তিনিও বিস্ময় প্রকাশ করেন।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বিষয়টি কেন্দ্রে লিখিতভাবে কেউ জানায়নি। কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে কমিটি থেকে বাদ দেয়া হবে। সেই শর্তেই তাকে কমিটিতে রাখা হয়েছে।

T.A.S / জামান

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব- ৮

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল

মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২

ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা

নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ