রাজস্থলীতে বৌদ্ধ ধর্মের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ত্রাণ কার্যের ডিও বিতরণ
সারাদেশে একসাথে পার্বত্য চট্রগ্রামের আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উদযাপন উপলক্ষে ত্রাণকার্য (চাল)-এর ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দাযিত্ব) ফজলুল করিম। এ সময় ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাসহ বিভিন্ন বিহারের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
চালের ডিও বিতরণকালে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী সম্প্রীতির রাজস্থলী। বর্তমান সরকারের নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সহাবস্থানের মধ্যদিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাব।
তিনি আরো বলেন, ইতোমধ্যে শারদীয় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে। কাল-পরশু প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু হবে। কিছুদিন আগে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তাই প্রতিটি ধর্মানুসারীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতি যেন কোনোভাবেই অবমাননা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
ধর্মীয় সংস্থার সংশ্লিষ্ট কমিটিগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি এমন আহ্বান জানিয়ে তিনি বলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ভেদাভেদ ভুলে ও হিংসা পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য সেতুবন্ধ বিদ্যমান রয়েছে, তা ধরে রাখতে হবে।
বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে এ সময় বিভিন্ন বৌদ্ধবিহারে ত্রাণকার্যের (চাল) ডিও বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার ৫৪টি বৌদ্ধবিহারে ৫০০ কেজি করে চালের ডিও দেয়া হয়।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজস্থলী উপজেলার ৫৪টি বৌদ্ধমন্দিরে ৫০০ কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনার অনুকূলে সর্বমোট ২৭ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন হতে গণমাধ্যমকে জানানো হয়েছে।
T.A.S / জামান