ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ছাত্র হত্যার আসামী যুবলীগ নেতা ভূঁইয়া বাবু এখন ডেমরার ক্যাসিনো সম্রাট 


জামিল আহমেদ photo জামিল আহমেদ
প্রকাশিত: ১৭-১০-২০২৪ বিকাল ৫:৩৭

ডেমরায় ক্যাসিনো জুয়ার বোর্ডে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, এই জুয়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ও নেতৃত্বে আছেন ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি বাবু ভুঁইয়া ওরফে ভুঁইয়া বাবু, ভয়ংকর এই বাবু ভুঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগী রানা-সহ বিশাল একটি বাহিনী নিয়ে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র-সহ ঝাঁপিয়ে পড়েন ছাত্র-জনতার উপর। তার বাহিনীর হাতে অসংখ্য মানুষ এসময় আহত হয় এবং বেশ কয়েকজন নিহত হয় বলে জানা যায়। এই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধবাদী সন্ত্রাসীরা স্বৈরাচার হাসিনার পলায়নের পর গাঁ ঢাকা দিলেও প্রতাপশালী এই বাবু ভুঁইয়া এলাকার কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের নিয়ে দাপটের সাথে এলাকায় ক্যাসিনো জুয়ার আসর বসিয়ে সর্বমহল ম্যানেজ করে তাঁর অপরাধী কর্মকান্ড অব্যাহত রেখেছে।

অনুসন্ধানে বেরিয়ে আসে ডেমরার ডগাইর জিরো পয়েন্ট (শাপলা চত্বরে) জুয়ার বোর্ড পরিচালনায় মূলহোতা বাবু ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড মোঃ রানা ও হাসান। রানা ও হাসানের নেতৃত্বে ডেমরা বিভিন্ন পয়েন্টে জুয়ার আসর পরিচালিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পুলিশ প্রশাসন ও নিরব ভূমিকায় চলার পর। ঢাকা দক্ষিণ সিটির ৬৬ নং ওয়ার্ডের ডগাইর নিউ টাউনের শাপলা চত্বর মোড়ের পশ্চিম কালভাটের উপরে ‘নামে মাত্র চায়ের দোকান’ এর ভিতরে রমরমা ক্যাসিনো জুয়ার আসরের তথ্য এখানে বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষ জুয়া খেলার নেশায় মত্ত থাকে। এই মুহূর্তে জায়গা বদলে কোনাপাড়া আলামিন রোড ও মাতুয়াইল মাঝপাড়া ওহিদের গ্যারেজে ক্যাসিনো জুয়ার আসর বসছে বলে জানা যায়।

এখানে চলে মাদকের বিক্রির রমরমা ব্যবসা, এখানে সেবনেরও সু-বন্দবস্ত আছে নির্ঝঞ্ঝট ও নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত এই মাদক আখড়ায় প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বিক্রি হয়ে থাকে একই সাথে চায়ের দোকানের ভিতরে ক্যাসিনো ও জুয়ার বোর্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকার উপার্জন হয়। বিনিময়ে জায়গা ও কথিত চা দোকানের মালিক শারীরিক প্রতিবন্ধী মোক্তার হোসেন প্রতিদিন চার হাজার টাকা করে ভাড়া হিসেবে নিয়ে থাকেন। এদিকে বিগত কয়েক বছর ধরে খদ্দের বেড়ে যাওয়ায় ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি বাবু ভুঁইয়া’র নেতৃত্বাধীন অপরাধী সিন্ডিকেট ডেমরার বিভিন্ন গ্যারেজ, ব্যস্ততম রাস্তার পাশে, অলিগলিতে ও সরকারি ভুূমিতে অস্থায়ী ঘর বানিয়ে জুয়ার আসর তৈরি করে এলাকায় কলুষিত পরিবেশ সৃষ্টি করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলার আসামী ও সৈরাচার শেখ হাসিনার  দোষর ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি বাবু ভূইয়ার ছত্রছায়ায় ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারও আনাগোনা নিয়মিত লক্ষ্য করা যায় পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তদেরও নিয়মিত তত্ত্বাবধান করতে দেখা যায়। মূলত তাদের ম্যানেজ করেই চলে এসব অপরাধ। তাই অপরাধী চক্রের অপরাধ দেখেও নীরব ভূমিকা পালন করছেন ওই এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রন কর্তৃপক্ষ। জুয়াড়ি চক্র প্রকাশ্যে দিবালোকে এইসব স্পটে বিকেল থেকে শুরু করে রাত ১২-১ টা  পর্যন্ত শীলং তীর, কাইত, তিনতাস, জান্ডু-মুন্ডু, নামক বোর্ড বসিয়ে রমরমা জুয়ার ব্যবসা চালানোর কারণে জুয়ায় আসক্তে নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসাহিত হচ্ছে।

একই সাথে প্রতিদিনই তারা নিঃস্ব হচ্ছে, তারাই হারছে প্রতিদিন, আর জিতে চলেছে ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি বাবু ভূইয়ারা। প্রতিদিন দশ থেকে বিশ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে এসব বোর্ডে। এসব কারণে একদিকে যেমন বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা, অন্যদিকে বাড়ছে পারিবারিক বিবাদ-কলহ, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড। সরেজমিন ঘুরে সাধারণ মানুষ ও বোর্ড মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা তো আছেই, স্থানীয় প্রভাবশালীদের হিস্যা প্রদানের মধ্যদিয়ে সর্ব মহল ম্যানেজ করেই এ ব্যবসা চালানো হয়। তারা আরো বলেন, সহযোগিতা না পেলে কীভাবে এই ব্যবসা চালাবো। আমাদের বিরুদ্ধে লিখে কোনো ক্ষতি করতে পারবেন না।

এ ব্যপারে এক জুয়াড়ি বলেন, ‘সারাদিন যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়া সংসার চলে না। তাই বাড়তি আয়ের জন্য খেলতে আসি। মাঝে মাঝে পাই কিন্তু সবসময় দান পাই না। আবারো পাওয়ার আশায় প্রতিদিন খেলি।’ আর এক জুয়াড়ি বলেন, ‘রানা ভাইয়ের বোর্ডেই জুয়া খেলেছি অনেক টাকা নষ্ট করেছি ভাই, সেই টাকা তুলতে গিয়ে খাদের কিনারে চলে এসেছি।’এ বিষয়ে স্থানীয়রা বলেন, রক্ষক যখন ভক্ষক হয় তখন কিছু করার থাকে না। খোদ প্রশাসনই জুয়া বন্ধ করতে পারছে না। গরিব মানুষগুলো ফকির হয়ে যাচ্ছে আর জুয়ার বোর্ড মালিকরা প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। রাতারাতি বড়লোক হওয়ার লোভে এসব জুয়ার আসরে সারাদিনের ইনকাম বিনিয়োগ করে দিনশেষে প্রতারিত হয়ে খালি হাতে বাসায় ফিরছে।

ছাত্র হত্যার সাথে জড়িত, ও একাধিক মামলার আসামি স্থানীয় প্রভাবশালী ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি বাবু ভুঁইয়া’র নিয়ন্ত্রনে ক্যাসিনোর এজেন্ট হচ্ছেন মোঃ হাসান ও রানা। এছাড়াও মোঃ  জাহিদ, মোঃ কুদ্দুস ও মোঃ বাবু বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজের সুন্দরী নারীদের এনে ওই জুয়ার আসরের পাশাপাশি দেহ ব্যবসা করাচ্ছে বলেও অভিযোগ আছে। তারাই নানা কৌশলে ধর্নাঢ্য ব্যাক্তিদের খদ্দের বানিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ডগাইর জিরো পয়েন্ট এলাকার বোর্ডের মূলহোতা রানা ও হাসান-সহ ২০ জনকে ২০২০ সালের ২৯ নভেম্বর তৎকালীন ডেমরা জোনের এডিসি দ্বীন মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং ওই সময় তাদের অভিযানে এক পুলিশ সদস্য ও আহত হয়।

ক্যাসিনো জুয়ার সম্রাট ও জুয়া বোর্ডের পরিচালনাকারী মোঃ রানা’র সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, আমি এখন ব্যস্ত আছি আপনি পরে কল দেন, এরপর তারও মোবাইল ফোন বন্ধ করে রাখে। যুবলীগ সহ-সভাপতি ভুইয়া বাবু বলেন, ‘আমরা এসব কাম করিনা’ এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করেদেন। ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে আমরা অপরাধমূলক কাজগুলো দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে এই জুয়ার আসরগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন। আমরা আরো কঠোরভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

জামিল আহমেদ / এমএসএম

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র