ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

চমেক হাসপাতাল কমবে ভোগান্তি বাড়ছে আইসিইউ শয্যা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১১:৩৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৯৬০ সালে মাত্র ১২০ শয্যায় হাসপাতালের কার্যক্রম শুরুর পর তখন আইসিইউ শয্যা ছিল মাত্র পাঁচটি।পরে ২০০৫ সালে তা ১২শয্যার আইসিইউতে উন্নীত করা হয়।২০১৩ সালে সাধারণ শয্যা বেড়ে ১৩১৩-তে উন্নীত হলেও বাড়েনি আইসিইউ শয্যা।

এরপর ২০২০ সালের অক্টোবরে কোভিড মহামারিতে আরও ৮টি আইসিইউ শয্যা সংযোজন করা হয়।সবমিলিয়ে তখন হাসপাতালটিতে ২০ শয্যার আইসিইউ ওয়ার্ডে রোগীদের সেবা দেওয়া হয়।এরপর চলতি বছরের জানুয়ারিতে হাসপাতালের নিচতলায় ৩০টি আইসিইউ শয্যা নিয়ে পৃথক ওয়ার্ড চালু হয়।এবার চমেক হাসপাতালে আইসিইউ ওয়ার্ড সম্প্রসারণ করা হচ্ছে।বাড়ানো হচ্ছে শয্যার সংখ্যাও হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত পুরনো আইসিইউ ওয়ার্ডটিতে যুক্ত করা হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন আরও ১০টি আইসিইউ শয্যা।

এদিকে গেলো সপ্তাহ থেকে কাজ শুরু হওয়ায় চমেক হাসপাতাল আইসিইউ ইউনিটে রোগী ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। সংস্কারের জন্য অন্তত এক মাস সময় প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে মাসখানেক পরে নতুন করে ১০টি আইসিইউ শয্যা সংযোজন করে ওয়ার্ডটিতে ৩০ শয্যার আইসিইউ চালু করা হবে।চট্টগ্রামের গরিব-অসহায় রোগীদের সংখ্যা বেশি ফলে রোগীদের আইসিইউ সংকট কিছুটা লাঘব হবে বলে মত হাসপাতাল কর্তৃপক্ষের।

নগরীর বিবিরহাট থেকে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন মো: জাবেন দৈনিক সকালের সময় কে বলেন,এটা খুব খুশির সংবাদ চমেক হাসপাতালে আইসিইউ শয্যা বাড়লে আমাদের খুব উপকার হবে। কারণ এই হাসপাতালে গরিব রোগীর সংখ্যা বেশি বাহিরে হাসপাতালে আইসিইউ সেবার নিতে গেলে অনেক টাকার প্রয়োজন,সেক্ষেত্রে গরিব রোগীরা এখন চমেক হাসপাতাল থেকে আইসিইউ সেবার নিতে পারবে।

চমেক হাসপাতালের এনেসথেসিয়া ও আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মোহাম্মদ হারুন অর রশীদ দৈনিক সকালের সময় কে বলেন,প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ২০ জন রোগীকে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য চাহিদা আসে।কিন্তু শয্যার অভাবে সবাইকে দেওয়া সম্ভব হয় না।অনেক সময় মুমূর্ষু রোগীরাই চমেক হাসপাতালে ভর্তি হন।যাদের অধিকাংশের আইসিইউ'র সাপোর্ট প্রয়োজন হয়।হয়তো দুই থেকে তিনজনকে সাপোর্ট দিতে পারলেও অনেক সময় কাউকে দেওয়া সম্ভব হয় না। তবে নতুন আরও ১০ শয্যা বাড়লে আইসিইউ'র সংকট অনেক লাঘব হবে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: তসলিম উদ্দীন দৈনিক সকালের সময় কে বলেন,হাসপাতালে রোগীর তুলনায় আইসিইউ শয্যা অপ্রতুল। বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার অংশ হিসেবেই পুরনো আইসিইউ ওয়ার্ডকে নতুন করে সাজানো হচ্ছে।সেখানে আরও ১০ শয্যার আইসিইউ যুক্ত করা হচ্ছে।ইতোমধ্যে কাজ শুরু হয়েছে,চালু হলে আইসিইউ'র যে সংকট তা অনেকটাই কেটে যাবে।

চমেকের তথ্য অনুসারে,সবমিলিয়ে এতদিন হাসপাতালটিতে মোট ৫০ শয্যার আইসিইউতে সেবা দেয়া হচ্ছিল রোগীদের। এর মধ্যে নিচতলায় ৩০টি এবং চতুর্থ তলায় ২০টি। তবে এবার চতুর্থ তলায় পুরনো আইসিইউ ওয়ার্ড সংস্কার করে সেখানে আরও দশটি আইসিইউ শয্যা বাড়ানো হচ্ছে। ফলে এখন আইসিইউ শয্যা বেড়ে দাঁড়াবে ৬০টিতে।

T.A.S / T.A.S

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব- ৮

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল

মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২

ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন

ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা

নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ