ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সুস্থ হয়ে আবার স্বামীর সংসার করতে চান সুমাইয়া


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৬

অসুস্থতার কারণে বছরখানেক আগেই সংসার ভেঙ্গেছে কিশোরী সুমাইয়ার (১৭)। দুই পায়ের ‘হিট জয়েন্টে’র যে সমস্যায় সংসার ছিন্ন হয়েছিল, সেই সমস্যা এখন আরো গুরুতর। হাটতে হয় অন্যের সাহায্য নিয়ে। রুগ্ন শরীর নিয়ে এখন ভ্যানচালক বাবার দরিদ্র সংসারে তার ঠাঁই।

সহায় সম্বল সব বিক্রি করে বাবা চিকিৎসা করিয়েছেন। সুস্থ হতে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। ভ্যানচালক বাবার পক্ষে সেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। বাবা-মায়ের সাথে থাকলেও অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না বলে নিজেকে বোঝা মনে হচ্ছে সুমাইয়ার। কথাগুলো বলতে বলতে সুমাইয়ার চোখের জল গড়িয়ে বুক ভিজেছে।

সুমাইয়া খাতুন গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জাহিদুল-সাহেদা দম্পতির কন্যা। ওই গ্রামেই ২ শতাংশ জমির ওপর দুইকক্ষের টিনের ঘরের এককক্ষে থাকেন সুমাইয়া। অন্যটিতে তার পিতামাতা। সুমাইয়া স্বামীর সংসার থেকে ফিরে আসার পর তার ভাই সুজন আলীও শ্বশুরবাড়িতে পাড়ি জমিয়েছেন।

সুমাইয়া বলেন, দুই বছর আগে যখন তার বিয়ে হয়- তখনও তিনি সুস্থই ছিলেন। শ্বশুর বাড়িতেই প্রথম সমস্যাটি দেখা দেয়। কোমড়ের ডান পাশের ‘হিট জয়েন্টে’ যন্ত্রণা শুরু হয়। ব্যাথা ছড়িয়ে পড়ে পুরো ডান পায়ে। একপর্যায়ে হাটা চলা বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে উন্নতি না হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন তাকে বাপের বাড়িতে ফেরত পাঠান। সেই থেকে এখনো বাপের কাছেই আছেন তিনি।

সুমাইয়ার পিতা জাহিদুল ইসলাম বলেন, দুই ছেলে মেয়ের মধ্যে সুমাইয়াই বড়। কপাল খারাপ হওয়ায় মেয়েটির স্বামীর সংসার ভেঙেছে। ভ্যান চালিয়ে ও এনজিও থেকে ঋণ  নিয়ে সাধ্যমতো চিকিৎসা করিয়েছেন তিনি। তাতে লাভ হয়নি। এখনো ব্যাথায় কাতরায় মেয়েটি। সমস্যাটি ডান পায়ের পর এখন বাম পায়ের ‘হিট জয়েন্টেও’ শুরু হয়েছে। সুমাইয়া নিজে নিজে হাটতে পারেন না। মেয়েকে সুস্থ করতে তিনি সরকারি সহায়তার দাবি করেন।

সুমাইয়ার মা সাহেদা বেগম বলেন, অসুস্থ হলেও নিজের মেয়েকে ফেলতে পারেননি তিনি। একারণে ছেলে সংসার ছেড়েছেন। হাটা, গোসলসহ প্রয়োজনীয় সব কাজে সুমাইয়াকে সাহায্য করেন তিনি। মেয়েটি অসুস্থ হওয়ায় তিনিও রোগ শোকে বিধ্বস্ত হয়ে পড়েছেন।

সুমাইয়ার চিকিৎসক হাড়-জোড়া রোগ বিশেষজ্ঞ ও সার্জন (অর্থপেটিক) চিকিৎসক নারায়ণ চন্দ্র বলেন, কোমড়ের সাথে দুই পায়ের সংযোগ ঘটানোর কাজটি করে ‘হিট জয়েন্ট’। কিশোরী সুমাইয়ার শরীর গুরুত্বপূর্ণ এই অঙ্গটিতে গুরুত্বর সমস্যা দেখা দিয়েছে। অস্ত্রপচারের মাধ্যমে সমস্যাটির সমাধান করা যেতে পারে।

মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, অনেকদিন ধরেই সুমাইয়া অসুস্থতায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে তার কাছে আবেদন দিলে চিকিৎসার জন্য সাধ্যমতো আর্থক সহায়তা দেবেন তিনি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, অসুস্থতার কারণে সুমাইয়ার সংসার ভাঙার বিষয়টি খুবই দুঃখজনক। অসুস্থ্য এই কিশোরীর বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

T.A.S / T.A.S

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত