ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সুস্থ হয়ে আবার স্বামীর সংসার করতে চান সুমাইয়া


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:৬

অসুস্থতার কারণে বছরখানেক আগেই সংসার ভেঙ্গেছে কিশোরী সুমাইয়ার (১৭)। দুই পায়ের ‘হিট জয়েন্টে’র যে সমস্যায় সংসার ছিন্ন হয়েছিল, সেই সমস্যা এখন আরো গুরুতর। হাটতে হয় অন্যের সাহায্য নিয়ে। রুগ্ন শরীর নিয়ে এখন ভ্যানচালক বাবার দরিদ্র সংসারে তার ঠাঁই।

সহায় সম্বল সব বিক্রি করে বাবা চিকিৎসা করিয়েছেন। সুস্থ হতে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। ভ্যানচালক বাবার পক্ষে সেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। বাবা-মায়ের সাথে থাকলেও অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না বলে নিজেকে বোঝা মনে হচ্ছে সুমাইয়ার। কথাগুলো বলতে বলতে সুমাইয়ার চোখের জল গড়িয়ে বুক ভিজেছে।

সুমাইয়া খাতুন গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জাহিদুল-সাহেদা দম্পতির কন্যা। ওই গ্রামেই ২ শতাংশ জমির ওপর দুইকক্ষের টিনের ঘরের এককক্ষে থাকেন সুমাইয়া। অন্যটিতে তার পিতামাতা। সুমাইয়া স্বামীর সংসার থেকে ফিরে আসার পর তার ভাই সুজন আলীও শ্বশুরবাড়িতে পাড়ি জমিয়েছেন।

সুমাইয়া বলেন, দুই বছর আগে যখন তার বিয়ে হয়- তখনও তিনি সুস্থই ছিলেন। শ্বশুর বাড়িতেই প্রথম সমস্যাটি দেখা দেয়। কোমড়ের ডান পাশের ‘হিট জয়েন্টে’ যন্ত্রণা শুরু হয়। ব্যাথা ছড়িয়ে পড়ে পুরো ডান পায়ে। একপর্যায়ে হাটা চলা বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে উন্নতি না হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন তাকে বাপের বাড়িতে ফেরত পাঠান। সেই থেকে এখনো বাপের কাছেই আছেন তিনি।

সুমাইয়ার পিতা জাহিদুল ইসলাম বলেন, দুই ছেলে মেয়ের মধ্যে সুমাইয়াই বড়। কপাল খারাপ হওয়ায় মেয়েটির স্বামীর সংসার ভেঙেছে। ভ্যান চালিয়ে ও এনজিও থেকে ঋণ  নিয়ে সাধ্যমতো চিকিৎসা করিয়েছেন তিনি। তাতে লাভ হয়নি। এখনো ব্যাথায় কাতরায় মেয়েটি। সমস্যাটি ডান পায়ের পর এখন বাম পায়ের ‘হিট জয়েন্টেও’ শুরু হয়েছে। সুমাইয়া নিজে নিজে হাটতে পারেন না। মেয়েকে সুস্থ করতে তিনি সরকারি সহায়তার দাবি করেন।

সুমাইয়ার মা সাহেদা বেগম বলেন, অসুস্থ হলেও নিজের মেয়েকে ফেলতে পারেননি তিনি। একারণে ছেলে সংসার ছেড়েছেন। হাটা, গোসলসহ প্রয়োজনীয় সব কাজে সুমাইয়াকে সাহায্য করেন তিনি। মেয়েটি অসুস্থ হওয়ায় তিনিও রোগ শোকে বিধ্বস্ত হয়ে পড়েছেন।

সুমাইয়ার চিকিৎসক হাড়-জোড়া রোগ বিশেষজ্ঞ ও সার্জন (অর্থপেটিক) চিকিৎসক নারায়ণ চন্দ্র বলেন, কোমড়ের সাথে দুই পায়ের সংযোগ ঘটানোর কাজটি করে ‘হিট জয়েন্ট’। কিশোরী সুমাইয়ার শরীর গুরুত্বপূর্ণ এই অঙ্গটিতে গুরুত্বর সমস্যা দেখা দিয়েছে। অস্ত্রপচারের মাধ্যমে সমস্যাটির সমাধান করা যেতে পারে।

মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী বলেন, অনেকদিন ধরেই সুমাইয়া অসুস্থতায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে তার কাছে আবেদন দিলে চিকিৎসার জন্য সাধ্যমতো আর্থক সহায়তা দেবেন তিনি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, অসুস্থতার কারণে সুমাইয়ার সংসার ভাঙার বিষয়টি খুবই দুঃখজনক। অসুস্থ্য এই কিশোরীর বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।

T.A.S / T.A.S

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল