জরাজীর্ণ বশির উল্লাহ মিয়াজি ব্রীজ, জীবণ ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বাঁশখালী সমুদ্র সৈকতে পর্যটক ও উপকূলীয় অঞ্চলের স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম বাহারচড়া ইউপিস্থ বশির উল্লাহ মিয়াজি বাজার সংলগ্ন জলকদর খালের উপর নির্মিত বহু পুরাতন ব্রীজটি জরাজীর্ণ হয়ে পড়ায় জীবন ঝুঁকি নিয়ে পারাপার করছে হাজার হাজার মানুষ। প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা কিন্তু দেখার কেউ নেই।
২১ অক্টোবর (সোমবার) বিকেলে সরেজমিনে পরিদর্শনকালে ব্রীজটির বেহাল পরিস্থিতি দেখা গেছে। এ ব্রীজের পাটাতন গুলোর প্রায়াংশই নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে গত শুক্রবার সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যাওয়ার পথে জরাজীর্ণ হয়ে পড়া এবেইলি ব্রীজটি পায়ে হেঁটে পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। এসময় সাথে ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান, এডভোকেট শওকত ওসমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন।
২১ অক্টোবর (সোমবার) সরেজমিনে পরিদর্শনকালে হেফাজতে ইসলাম উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম, সহ-সভাপতি মাওলানা আলমগীর শওকী, বাহারচড়া আহ্বায়ক মাওলানা নাছির উদ্দীন জিয়া, বাঁশখালী উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও বৈলছড়ী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইব্রাহিম, ইলশা তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক ও বাহারচড়া ইউপির যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা মফিজ, হাফেজ নুরুন্নবী, এনামুল হাসান ও মুহাম্মদ বিন আলমগীর শওকী ও বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়, উপকূলীয় কলেজ, সোলতানিয়া মাদ্রাসা, পশ্চিম বাহারচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা বলেন, উপকূলীয় অঞ্চলের অন্তত অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াত মাধ্যম হচ্ছে বশির উল্লাহ মিয়াজি বাজার সংলগ্ন জলকদর খালের এই বেইলি ব্রীজ। দীর্ঘদিন যাবৎ সংস্কার বিহীন হয়ে পড়ে থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে ব্রীজটি। এতে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা, ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে বাধ্য হচ্ছে এলাকার হাজার হাজার মানুষ কিন্তু দেখার কেউ নেই। স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শত শত শিক্ষার্থীসহ উপকূলের হাজার হাজার মানুষকে দুর্ভোগ ও ঝুঁকিমুক্ত করতে জরাজীর্ণ ব্রীজটি দ্রুত সংস্কারের জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তারা।
উপজেলা সহকর্মী প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, বেইলি ব্রীজটি গতকালকেও আমি পরিদর্শন করেছি, জনদূর্ভোগের বিষয়টি দেখেছি, ব্রীজটি সংস্কারের জন্যে চেষ্টা করছেন বলে জানান প্রকৌশলী ফাহাদ।
উল্লেখ্য, এই ব্রীজটি জরাজীর্ণ হয়ে পড়ায় বাঁশখালী সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা পর্যটকদের বাঁধার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রীজটি। যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়াতে দিন দিন আগ্রহ হারাচ্ছে পর্যটকরা।
T.A.S / T.A.S
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক