ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কাপাসিয়া বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১১:৫১

পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও মাদক কারবারি ঠেকাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘাগটিয়াস্থ মরহুম ব্রিগেডিয়ার আ স ম হান্নান শাহ্র বাড়িতে সোমবার (২১ অক্টোবর) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, তরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান জামান, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মানসুর ভূঁইয়া, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, টোকা ইউনিয়ন বিএনপির সভাপতি ফাঁসির উদ্দিন, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুল রশিদ নয়ন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মেম্বার, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান প্রমুখ। 

এছাড়া উপজেলার এগারোটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকগণ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শিখা, উপজেলা শ্রমিক দল নেতা মোবারক হোসেন প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদীরা পালিয়েছে। কিন্তু তাদের দীর্ঘদিনের দোসরদের চাঁদাবাজি, মাদক কারবারি, সালিশ দরবার, দখলবাজি সহ বিভিন্ন অপরাধ বন্ধ হয়নি। বাকশালীরা ধরন পাল্টে বিএনপি দলীয় নেতা কর্মীদের উপর ভর করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের জবর দখলের বিরুদ্ধে অপরাধ দমন সেল গঠন করে থানা পুলিশের সহযোগিতা নিতে হবে।

আওয়ামী লীগের লাইসেন্স নিয়ে দলের যারা টেন্ডার জমা দিয়ে ঠিকাদারি করার চেষ্টা করছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে। ইউনিয়ন ভিত্তিক সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্ড ব্যাপী সভা করার সিদ্ধান্ত হয়েছে । ৫ আগষ্ট তারিখের পর যারা বিএনপির সাথে যুক্ত হয়েছে তাদের বিস্তারিত জেনে দল থেকে বের করে দিতে হবে।

দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চেইন অব কমান্ড নেই, তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত্রতত্র অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে। এর জন্য সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া জরুরি। সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে দখলদারিত্বের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ উঠেছে। ফলে সকল স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয়েছে।

T.A.S / জামান

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা

বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩

মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

সুবর্ণচরে বয়সের তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরি করছেন আওয়ামিলীগ নেতা