ঢাকা বৃহষ্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মোংলায় অপহরণ ও গুমের শিকার বিএনপি নেতা মাহে আলমের খুনিদের বিচার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১:৩৬

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মোংলা উপজেলা কমিটির সভাপতি মাহে আলমকে অপহরণ ও গুম করে হত্যা করা হয় ২০২৩ সালের ১০ এপ্রিল। এরপর প্রায় দেড় বছরেও তার হত্যা রহস্যের কূল-কিনারা করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতারও করা হয়নি। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়, পূর্বপরিকল্পিতভাবে অপহরণ ও গুম করে সুন্দরবনের করমজলে নিয়ে হত্যা করা হয় মাহে আলমকে। তবে পুলিশের রহস্যজনক ভূমিকায় প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই হত্যাকাণ্ডের বিচার পেতে আর কতদিন লাগবে?

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা শহরের পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও দুপুর ১২টায় মোংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলে প্রশ্ন রাখেন অপহরণ, গুম ও হত্যার শিকার মাহে আলমের ছেলে মো. সোহেল রানা এবং সুমন রানা।

তারা বলেন, মোংলা পোর্ট পৌরসভার সিসিটিভি ফুটেজ নিয়ে মোংলা থানায় একটি অপহরণ মামলা করতে গেলে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র ঘোষ বলেন, আমি আমার সিনিয়রদের নির্দেশে না পেলে মামলা নিতে পারব না। পরবর্তীতে আদালতের নির্দেশে ২০২৩ সালের ১১ মে মোংলা থানায় মামলা দায়ের হয়।

এর আগে গত বছরের ৭ এপ্রিল উপজেলার চিলা উনিয়নের বিথীকা নাথের ছেলে হিলটন নাথ (২০)-সহ ৩-৪ জন সুন্দরবনের জোংড়া এলাকায় অবৈধভাবে মাছ ধরতে গেলে বনরক্ষীদের অভিযানে হিলটন নাথ (২০) নিখোঁজ হন এবং ১৩ এপ্রিল সন্ধ্যায় সুন্দরবনের করমজলে অর্ধগলিত একটি মৃতদেহ উদ্ধার হয়, যা বিথীকা নাথ (হিলটন নাথের মা) এবং বেলায়েত সরদার ও বেল্লাল সরদার হিলটন নাথের মৃতদেহ বলে জোর দাবির পরিপ্রেক্ষিতে মৃতদেহ বুঝে নেয়। তবে দীর্ঘ ৩ মাস ১০ দিন পর রিপোর্টের মাধ্যমে প্রমাণিত হয় যে, হিলটন নাথ বলে সৎকার করা মৃতদেহ মূলত নিখোঁজ হওয়া মাহে আলমের। 

সংবাদ সম্মেলনে মৃত মাহে আলমের ছেলে সুমন রানা বলেন, গত বছরের ১৩ এপ্রিল পুলিশের সুরতহাল রিপোর্টে কেন সত্য লুকানো হলো? কেন সুরতহাল রিপোর্টের সাথে মৃতদেহের সাথে পাওয়া আলামতের কোনো মিল নেই? আমার বাবার কাছে থাকা মোবাইল ফোন থেকেই তার পরিচয় পাওয়া যেত। তাছাড়া উত্তোলিত মৃতদেহের পরিধেয় বস্ত্র, আলামত ও শরীরে কোনো কাটা-ছেঁড়ার চিহ্ন না থাকায় আমরা নিশ্চিত পোস্টমর্টেম না করে ভুয়া রিপোর্ট দেয়া হয়েছে। কিন্তু কেন এটি করা হলো? ভুয়া সুরতহাল রিপোর্ট, ভুয়া পোস্টমর্টেম রিপোর্ট, থানায় মামলা না নেয়া, লাশ গুম, হিলটন নাথ হিসেবে সমাধি; এসবই প্রমাণ করে এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আর এই পরিকল্পনার সাথে নানাভাবে যুক্ত ছিলেন বা ঘটনাকে বিভিন্নভাবে প্রভাবিত করেন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সুন্দরবনের সাবেক জলদস্যু বেল্লাল সরদার, বেলায়েত সরদার, বোট মাঝি মো. মোশারফ হোসেন, বনপ্রহরী মিজানসহ পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা।

আবেগাপ্লূত হয়ে মৃত মাহে আলমের ছেলে সুমন রানা বলেন, আমি আজ আমার মৃত বাবাকে খুঁজে পেয়েছি। কিন্তু বিচার বিভাগ ও পুলিশ বিভাগের কাছে আমার পিতা মাহে আলমকে অপহরণ, খুন ও লাশ গুমের মামলাটি আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের প্রভাবমুক্ত করে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

T.A.S / জামান

উলিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রানা গ্রেপ্তার

বিএনপির নাম ভাঙ্গিয়ে ৬টি চোরাই পয়েন্ট নিয়ন্ত্রণ করেন সামিদুল "হাটিকুমরুল টু নলকা ডাকাতের আস্তানা

নাগরপুরে দপ্তিয়র বাজারে ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে দোকান নজর দ্বারী নেই প্রশাসনের

আইনশৃঙ্খলা অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত: আইজিপি

সাভার ইউনিয়নের একাংশ পৌরসভার অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে আবেদন

চৌগাছায় দুই মাদকসেবিকে জেল জরিমানা দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার; ভোগান্তিতে অর্ধলক্ষ মানুষ

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

পিরোজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে প্রেস ব্রিফিং

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দ্রঘোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

পটুয়াখালীতে অবস্থিত সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস' করার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নওগাঁয় বাইপাস সড়ক প্রশ্বস্তকরণ কাজ আটকে আছে টেন্ডারের মারপ্যাঁচে