ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

উন্নয়নে পাল্টে গেছে পরানপুর ইউনিয়নের চিত্র


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:৫২

বর্তমান সরকারের আমলে পাল্টে গেছে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাট-বাজারের চিত্র। অবহেলিত ইউনিয়নের সর্বত্র এখন উন্নয়নের ছোঁয়া। ভৌগলিক অবস্থানে জেলার মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়ন সবচেয়ে নিম্ন ও বন্যা প্লাবিত এলাকা হিসেবে খ্যাত। এই অবহেলিত ইউনিয়ন ১৮টি গ্রামের সমন্বয়ে প্রায় ৩৬ হাজার লোকজনের বসবাস। ইউনিয়নের উন্নয়নে ৫ বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান ইলিয়াস খান। ২০১৬  সালে ২৮শে মে নির্বাচনের মধ্য দিয়ে তিনি নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রামকে শহরে বাস্তবায়িত করতে ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান ইউনিয়নের ১৮টি গ্রামের প্রায় ৩৬ হাজার লোকজনের ভাগ্যের উন্নয়ন ঘটাতে নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন।

অবহেলিত ইউনিয়নকে পার্শ্ববর্তী উপজেলার সাথে যোগাযোগ স্থাপনে শিব নদীর উপর ১২০ফিট ও ১৩০ ফিট দৈর্ঘ্যের দুটি ফুটব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যা পার্শ্ববর্তী উপজেলার সাথে যোগাযোগ স্থাপন করেছে। এছাড়াও ইউনিয়নের পরানপুর গ্রাম ও সদরপুর গ্রামে চল্লিশ ফিট দৈর্ঘ্যের দুটি ফুট ব্রিজ নির্মাণ করে দিয়েছে। এরকম ছোট-বড়সহ প্রায় ১৬টি ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছেন অত্র ইউনিয়নে। নতুন ৯ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ, হেয়ারিংবন্ড ও সোলিং ১২ কিলোমিটার রাস্তা, সিসি রাস্তা ৫ কিলোমিটার, ৯টি বসার সেড নির্মাণ এবং গ্রাম বাজার ও অবহেলিত এলাকায় স্ট্রিট লাইট স্থাপন করে ইউনিয়নকে আলোকিত করেছেন। হাট বাজারে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশন,পানি সরবরাহ ব্যবস্থা ও কাঁচা বাজারের জন্য নতুন পাকা শেড নির্মাণ করে উন্নয়ন ঘটিয়েছেন।

প্রধানমন্ত্রীর স্বপ্ন গ্রামকে শহরের রূপান্তরিত করতে ইলিয়াস খান শিশুদের বিনোদনের জন্য গড়ে তুলেছেন শিবো নদীর পাড়ে মিনি শিশুপার্ক। প্যালাসাইডিং দিয়ে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণসহ পানি নিষ্কাশনের জন্য প্রায় ৬ হাজার ফুট ড্রেনেজ কাজ করেছেন তিনি। সেই সাথে গরিব ও দুস্থদের নিয়ে দুই ঈদে বস্ত্র বিতরণসহ তাদের নিয়ে খাওয়ার ব্যবস্থা করেন। এছাড়াও ভ্যান ও রিকসাচালক, মসজিদের ইমাম, মোয়াজ্জেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে সাধ্য অনুযায়ী সহায়তা করেন।

খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সহায়তাসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে চেয়ারম্যান ইলিয়াস খানের ব্যাপক অবদান রয়েছে। সব মিলিয়ে অবহেলিত পরানপুর ইউনিয়নকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইলিয়াস খান।

এমএসএম / জামান

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য