শালিখায় ৭৯০০ শিশু-কিশোরী পাবে এইচপিভি টিকা
‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন‘ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ৭ হাজার ৯০০ শিশু-কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাসব্যাপী মাইক্রোপ্ল্যান কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শতাধিক শিক্ষার্থীকে টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন- শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সী আনিসুর রহমান মিলটন, সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট এবং আড়পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মমতাজ বলেন, নারীদের অকালমৃত্যু প্রতিরোধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। তাই আমি সবাইকে আহ্বান জানাব দ্রুত নিবন্ধন সম্পন্নপূর্বক টিকা গ্রহণ করতে। পাশাপাশি টিকাদানের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবার প্রতি অনুরোধ থাকবে তারা যেন উপজেলা স্বাস্থ্য বিভাগের লক্ষ্যমাত্রা পূরণ করতে সকল শিশু-কিশোরীকে টিকার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রাখেন। ইতোমধ্যে ৫০শতাংশ শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা বলেন, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান শুরু হয়েছে, যা আগামী ১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে। যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে এবং তারপরেই ১০ থেকে ১৪বছর বয়সী কিশোরী, যারা কোনো প্রতিষ্ঠানের পড়াশোনা করে না তাদের টিকা প্রদান করা হবে। এজন্য আমরা একটি মাইক্রোপ্ল্যান কর্মসূচি গ্রহণ করেছি, যা আগামী ১৮ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি যারা এখনো নিবন্ধন করেনি, তাদের নিবন্ধন করার জন্য অনুরোধ জানান তিনি।
T.A.S / জামান
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা
চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি