ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

একটি চক্র রেলওয়ে শ্রমিক দলের সুনাম নষ্ট করতে চাইছে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:২১

দীর্ঘদিন সুনামের সহিত ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিক আন্দোলন করে আসছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। সদ্য পতিত ফ্যাসিস্টদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল সব সময়। অন্যায়ের সাথে আপস করেনি কখনো।  শ্রমিক দলের সুনাম সহ্য করতে পারছে না একটি চক্র। ফলে মিথ্যা অপবাদ দিয়ে সুনাম নষ্ট করে বিশেষ ফায়দা লুটতে চাইছে চক্রটি। সম্প্রতি সিআরবিতে টেন্ডার ডকুমেন্টস ছিনতাইয়ের ঘটনার একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘চট্টগ্রামে রেলের দরপত্র ছিনতাই, দুই পক্ষের হাতাহাতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের বক্তব্য নিম্নরূপ :-

১। প্রতিবেদনে ঘটনার বিবরণকালে বর্ণিত সংশ্লিষ্ট কেউ কেউ নিজেকে ‘রেলওয়ে শ্রমিক দলের কর্মী’ পরিচয় দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত উক্ত নামের ব্যক্তিদের কেউই রেলওয়ে শ্রমিক দলের কর্মী নন, এমনকি প্রাথমিক সদস্যও নন।

২। জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল একটি পরিশীলিত ট্রেড ইউনিয়ন। রেলের ইতিহাসে প্রথমবারের মতো গোপন ব্যালটের মাধ্যমে কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের শ্রমিক নেতা এম আর মঞ্জুর নেতৃত্বে পরিচালিত সংগঠনটির কোনো স্তরের নেতাকর্মীর কেউই এ ধরনের আইনবহির্ভূত কাজের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট থাকার প্রশ্নই ওঠে না।

৩। বিগত ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামে স্বৈরশাসনের সব নির্যাতন-নিপীড়ন মাথায় নিয়েও অত্র ইউনিয়ন শ্রম অধিকার ও ভোটাধিকারের সংগ্রামে মাঠে থেকে সদা সক্রিয় ভূমিকা রাখতে পেরেছে কেবলমাত্র সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্বের সুবাদে, যা দেশের সরকারি/স্বায়ত্তসাশিত অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হয়নি। কেবলমাত্র নিষ্ঠা ও সততার সাথে আইনানুগ সীমারেখার মধ্যে ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের মাধ্যমে রেলওয়ে এবং রেল শ্রমিকদের কল্যাণে অত্র সংগঠন অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলছে।

৪। তবে রেলের বিভিন্ন দপ্তরে বিশেষ করে সিআরবিতে বিগত ফ্যাসিবাদের সময় যারা টেন্ডার কেলেঙ্কারি ও বে আইনি কাজের সাথে যুক্ত ছিল, তাদের সহযোগী ও সুবিধাভোগীরাই এহেন নিন্দনীয় কাজ অব্যাহত রেখছে বলে অত্র সংগঠন মনে করে।

T.A.S / জামান

নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি