একটি চক্র রেলওয়ে শ্রমিক দলের সুনাম নষ্ট করতে চাইছে
দীর্ঘদিন সুনামের সহিত ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিক আন্দোলন করে আসছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। সদ্য পতিত ফ্যাসিস্টদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল সব সময়। অন্যায়ের সাথে আপস করেনি কখনো। শ্রমিক দলের সুনাম সহ্য করতে পারছে না একটি চক্র। ফলে মিথ্যা অপবাদ দিয়ে সুনাম নষ্ট করে বিশেষ ফায়দা লুটতে চাইছে চক্রটি। সম্প্রতি সিআরবিতে টেন্ডার ডকুমেন্টস ছিনতাইয়ের ঘটনার একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, গত ২৪ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘চট্টগ্রামে রেলের দরপত্র ছিনতাই, দুই পক্ষের হাতাহাতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের বক্তব্য নিম্নরূপ :-
১। প্রতিবেদনে ঘটনার বিবরণকালে বর্ণিত সংশ্লিষ্ট কেউ কেউ নিজেকে ‘রেলওয়ে শ্রমিক দলের কর্মী’ পরিচয় দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত উক্ত নামের ব্যক্তিদের কেউই রেলওয়ে শ্রমিক দলের কর্মী নন, এমনকি প্রাথমিক সদস্যও নন।
২। জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল একটি পরিশীলিত ট্রেড ইউনিয়ন। রেলের ইতিহাসে প্রথমবারের মতো গোপন ব্যালটের মাধ্যমে কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের শ্রমিক নেতা এম আর মঞ্জুর নেতৃত্বে পরিচালিত সংগঠনটির কোনো স্তরের নেতাকর্মীর কেউই এ ধরনের আইনবহির্ভূত কাজের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট থাকার প্রশ্নই ওঠে না।
৩। বিগত ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামে স্বৈরশাসনের সব নির্যাতন-নিপীড়ন মাথায় নিয়েও অত্র ইউনিয়ন শ্রম অধিকার ও ভোটাধিকারের সংগ্রামে মাঠে থেকে সদা সক্রিয় ভূমিকা রাখতে পেরেছে কেবলমাত্র সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্বের সুবাদে, যা দেশের সরকারি/স্বায়ত্তসাশিত অন্য যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হয়নি। কেবলমাত্র নিষ্ঠা ও সততার সাথে আইনানুগ সীমারেখার মধ্যে ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের মাধ্যমে রেলওয়ে এবং রেল শ্রমিকদের কল্যাণে অত্র সংগঠন অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলছে।
৪। তবে রেলের বিভিন্ন দপ্তরে বিশেষ করে সিআরবিতে বিগত ফ্যাসিবাদের সময় যারা টেন্ডার কেলেঙ্কারি ও বে আইনি কাজের সাথে যুক্ত ছিল, তাদের সহযোগী ও সুবিধাভোগীরাই এহেন নিন্দনীয় কাজ অব্যাহত রেখছে বলে অত্র সংগঠন মনে করে।
T.A.S / জামান
পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব- ৮
We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল
মনপুরার মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে নেমেছে শত শত জেলে
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন
রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড
শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২
ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন
ফেসবুকে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কৃষিতে নতুন নতুন উদ্ভাবনে চমক সৃষ্টি করেছেন চৌগাছার কৃষকেরা
নেত্রকোনায় খায়েরবাংলা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- চ্যাম্পিয়ন দিগজান একাদশ