এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পঙ্গু হাসপাতালের ভিতরে গোলাগুলি
রাজধানীর শেরেবাংলা থানার জাতীয় অর্থোপেডিস পূর্নবাসন প্রতিষ্ঠান(পঙ্গু) হাসপাতালের ভিতরে গত বৃহস্পতিবার জনসম্মূখ্যে দিনদুপুরে গোলাগুলির ঘটনা ঘটছে। এতে রুবেল নামে এক ব্যাক্তি গুলিবৃদ্ধ হয়েছে। তিনি পঙ্গু হাসপাতালে আউটসোসিং এ কাজ করতেন বলে জানা গেছে। গুলি করার সময় রবিন শেখ রুবেল(২৮) নামে এক ব্যাক্তিকে একটি পিস্তালসহ আটক করে শেরেবাংলা থানার পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে। এ ব্যাপারে শেরেবাংলা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৮,তারিখ,২৪/১০/২০২৪।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবার পঙ্গু হাসপাতের ভিতরে মো. জসিম উদ্দিন নামে একজন ওষুধ ব্যবসায়ির কাছে রবিন শেখ রুবেল(২৮), মহসিন(৪০) রাকিবুল ওরফে রাকিব(৪০) এস এম ওয়াদুদ ওরফে আপন(৩৮) আকাশ(২৮),রুবেল(৩৫),জুয়েল(৩৩),জাকির(৫২),আলাল(৩৫),শাওনসহ(৩০) আরোও অজ্ঞাত ৫/৬জন মিলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। প্রতিমাসে এ টাকা চাঁদা না দিলে এ এলাকায় ওষুদের ব্যবসা করতে দেয়া হবেনা বলে তাকে গালিগালাজ ও কিল-ঘুষি,থাপ্পর মারে এবং আপন ও রুবেল প্যান্টের পকেট থেকে ৭২ হাজার টাকা নিয়ে যায় বলে বাদী মামলায় উল্লেখ করেন। গত ২৪ অক্টোবার আবারও একই আসামীরা দিনদুপুরে জনসম্মূখে বাদীকে চাঁদা আদায়ের দাবীতে আক্রোমন করে এবং কথার কাটাকাটির এক পর্যায় এক নম্নর আসামী রবিন শেখ রুবেল পিস্তাল বের করে বাদী মো.জসিম উদ্দিনকে গুলি করলে সেই গুলি গিয়ে লাগে পঙ্গুর স্টাফ রুবেলের পায়ে। আবার ৫নম্বর আসামী রুবেল বাদীকে লক্ষ করে গুলি ছুঁড়লে তা গিয়ে লাগে ১নং গেটের চায়ের দোকাদার মো. মান্নানের পায়ে। পরে সিকিউরিটি গার্ডসহ আম-জনতা ধাঁওয়া দিয়ে পিস্তালসহ ১নম্বর আসামী রবিন শেখ রুবেলকে ধরে ফেল এবং শেরেবাংলা থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, শিশু মেলা, মানসিক ভারসাম্যহীন হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শহীদ সোহ্রোয়ারর্দী হাসপাতাল ও গণভবনসহ আশেপাশ এলাকার আধিপত্য বিস্তার করতেই এই গোলাগুলির ঘটনা ঘটানো হয়েছে। কারন এসব এলাকা রয়েছে লাখ লাখ টাকার চাঁদাবাজী। হাসপাতাল কেন্দ্রিক বিভন্ন রকমের ব্যবসা এবং ফুটপাতে প্রায় এক হাজারের উপরে দোকান। এসব দোকান থেকে প্রতিদিন প্রায় ৫ লাখ টাকার বেশি চাঁদা তোলা হয়।
সূত্রে জানায়, আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময় এ সব এলাকার নিয়ন্ত্রণ ছিলো তারিকুল ইসলাম কাজলের হাতে। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের ক্ষমতার পরিবর্তনের হলে বিএনপির অঙ্গসংগঠন এসব এলাকা নিয়ন্ত্রণ নিতে চায় কিন্তু কেন্দ্রের কঠোর নির্দেশনা থাকায় কেউই এসবের মধ্যে জড়াতে চাচ্ছেনা।কিন্তু গত বৃহস্পতিবার গোলাগুলির ঘটনায় ছাত্রদলের শেরে বাংলা নগর থানার সাবেক সভাপতি সহ তিনজন জড়িত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যাদেরকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন সাবেক শেরে বাংলা নগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন শেখ, শেরে বাংলা নগর ছাত্রদলের যুগ্ম মাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শেরেবাংলা নগর থানা ছাত্র নেতা আকাশ।
এ বিষয় শেরে বাংলা নগর থানার ওসির সাথে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে মামলা নেয়া হয়েছে। ঘটনাস্থাল থেকে এক নম্বর আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম