আ. মতিন ছিলেন অসংখ্য গুণীজনের আদর্শ : ড. আলতাফ হোসেন

বৃহত্তর যশোরে মাদরাসা শিক্ষার অন্যতম অগ্রদূত ছিলেন মাওলানা আব্দুল মতিন। পাশাপাশি বৃহত্তর যশোরের আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রসারে মাওলানা আব্দুল মতিনের গৌরবময় ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে। আগামী প্রজন্ম তার শিক্ষা ও সামাজিক অবদানের মূল্যায়ন করলে তারা সফলতা অর্জন করতে পারবে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসা মিলনায়তনে প্রিন্সিপাল আব্দুল মতিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মাওলানা আব্দুল মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন।
পিতার কর্মজীবনের নানাবিধ বিষয় উল্লেখ তিনি বলেন, আমার পিতা মরহুম মাওলানা আব্দুল মতিন ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়া গ্রামে ১৯৭৬ সালে অত্র মাদরাসায় প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে কর্মজীবন শুরু করে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৩ এবং ১৯৯১ সালে দুই মেয়াদে শালিখা থানার ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকা পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদ সিন্ডিকেট সভায় দুই মেয়াদে ৪ বছর দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও মাগুরা, যশোর, নড়াইল, ঝিনাইদহসহ অত্র এলাকার অসংখ্য মাদরাসা প্রতিষ্ঠা এবং মাদরাসা শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন কাজে আব্দুল মতিনের অসামান্য অবদানের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মতিন শিক্ষা ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার মরহুমের সুযোগ্য সন্তান রাজশাহী দারুসসালাম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জমিয়তুল মোদার্রেছীনের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন।
এবিএস ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শালিখা উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, খাজুরা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইখলাছুর রহমান, মাগুরা স্টেডিয়ামপাড়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, মাগুরা ও যশোরের বিভিন্ন মাদরাসার প্রধান, সাধারণ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা আব্দুল মতিনের লিখিত উত্তরাধিকার বন্টনের সহজ নীতিমালা বিতরণ করা হয় এবং মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন।
উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন ২০২৩ সালে ২৩ অক্টোবর স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন।
এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied