ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

৩৩ বছরের ইতিহাসে খুবিতে আজ প্রথম শ্যামাপূজা


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১:২০

অমাবস্যার কুন্তল কালো অন্ধকার ও হেমন্তের হিম বায়ুর মাঝে ঘন কুয়াশার সাদা চাদরকে ভেদ করে জ্যোতির্ময়ী আলোর আগমন। আজ বৃহস্পতিবার, খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলি।

খুবির ৩৩ বছরের ইতিহাসে প্রথম শ্যামাপূজা উদযাপিত হবে বেশ জাঁকজমকপূর্ণভাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সনাতনী সাধারণ শিক্ষার্থীরাই এ পূজার উদ্যোগ গ্রহণ করেছেন। পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ৩১ অক্টোবর, (বৃহস্পতিবার) বিকাল ৪টায় প্রতিমা আনয়নের মধ্যদিয়ে। এরপর সন্ধ্যা ৬টায় আলোর উৎসব দীপাবলি, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় প্রদীপ প্রজ্বলন। রাত ৮টায় পূজার ঘট স্থাপন এবং রাত ৯টায় পূজারম্ভ। এছাড়াও থাকছে ১ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯টায় খিচুড়ি প্রসাদ বিতরণ।

সনাতনী সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এ পূজার আয়োজন করা হয়। অমাবস্যার অন্ধকার ঠেলে মন্দির থেকে ভক্তের গৃহকোণে আজ জ্বলে উঠবে সহস্র প্রদীপ। আলোয় আলোকিত হবে চারদিক। তাই তো এ পূজার আরেক নাম দীপাবলি বা দেওয়ালি। মূলত এই দিন সন্ধ্যায় পূর্বপুরুষ ও মৃত নিকটজনের মঙ্গল কামনায় এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে প্রদীপ জ্বালানো হয়।

সনাতনী বিশ্বাস ও পুরাণমতে, দেবী শ্যামা দূর্গার একটি শক্তি এবং ১০ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। মার্কন্ডেয় পুরাণ অনুসারে, শ্রীশ্রী চণ্ডীতে বলা আছে- শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্যের অত্যাচারে ভীত দেবতাগণ নিজেদের রক্ষা করতে ও সৃষ্টিকে বাঁচাতে আদ্যাশক্তির আরাধনা শুরু করেন। তখন আদ্যাশক্তির দেহকোষ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা। তিনি ঘোর কৃষ্ণবর্ণ হওয়ায় তার অপর নাম কালী। কালীপূজা বা শ্যামাপূজা হচ্ছে শক্তির পূজা। দেবী কালীর আরো অনেক রূপের মধ্যে রয়েছে দক্ষিণাকালী, সিদ্ধাকালী, ভদ্রাকালী, শ্মশানকালী, রক্ষাকালী ও মহাকালী। সনাতন বিশ্বাস অনুযায়ী শ্যামা হচ্ছেন অশুভ শক্তির বিনাশকারী দেবী।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম কালীপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, জাঁকজমকপূর্ণ ও আড়ম্বরতার সাথে পালন হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ রায় বলেন, আমার জানামতে এবারই প্রথম খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দেবীর মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হবে। মধ্যরাতে পূজার পাশাপাশি থাকবে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।

খুলনা বিশ্ববিদ্যালয় মন্দির কমিটির সভাপতি ও পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার সকালের সময়কে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মন্দিরে এ বছর প্রথম শ্যামাপূজার আয়োজন করে হয়েছে। ধর্মীয় উৎসব হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এ পূজা আয়োজনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি ধর্মীয় সম্প্রীতির ক্যাম্পাস।

T.A.S / জামান

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি