ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বারহাট্টায় বণিক সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:৩৫

দীর্ঘ ১৫ বছর পর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচন।১৫ বছর ধরে নির্বাচনের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসছিলেন বণিক সমিতির ভোটারা। শুক্রবার (১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সংগ্রহের জন্য প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দীর্ঘ অপেক্ষার পর নির্বাচনের সুযোগ পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাজারে বইছে উৎসবের আমেজ।

সরেজমিন বজারে দেখা গেছে, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রতিদিন সন্ধ্যায় দোকানে দোকানে গিয়ে প্রার্থীদের সাক্ষাতে বণিক সমিতির সদস্যদের আরো আনন্দিত করছে। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি আড্ডায় এখন বণিক সমিতির নির্বাচনের আলোচনা।

সাধারণ ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর নির্বাচনে তারা খুব আনন্দ উপভোগ করছেন। এতদিন কেউ তাদের কিছু জিজ্ঞাসা করেনি। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রতিটি প্রার্থীই এসে ভোটারদের সাথে করমর্দন করে ভোট প্রার্থনা করছেন।

বারহাট্টা গোপালপুর বাজারের বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ বলেন, আমাদের বণিক সমিতির মোট ভোটার ৬৫৮ জন। ১০টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ৪টি পদের জন্য ১২ জন্য প্রার্থী প্রতিযোগিতা করছেন। সর্বশেষ ২০০৯ সালে নির্বাচন ব্যতীত ৪১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ৬৫৮ জন ভোটার এ বছর খুবই আনন্দিত। তারা নিজেদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারবেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ১ নভেম্বর শুক্রবার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই পরিবেশই তৈরি করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুন্দর রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সকাল থেকে থাকবে বলেও জানান ওসি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচনের ব্যাপারে আমি অবগত আছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রত্যেক প্রার্থীই তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

T.A.S / জামান

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ