ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বারহাট্টায় বণিক সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:৩৫

দীর্ঘ ১৫ বছর পর প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচন।১৫ বছর ধরে নির্বাচনের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসছিলেন বণিক সমিতির ভোটারা। শুক্রবার (১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সংগ্রহের জন্য প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দীর্ঘ অপেক্ষার পর নির্বাচনের সুযোগ পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাজারে বইছে উৎসবের আমেজ।

সরেজমিন বজারে দেখা গেছে, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রতিদিন সন্ধ্যায় দোকানে দোকানে গিয়ে প্রার্থীদের সাক্ষাতে বণিক সমিতির সদস্যদের আরো আনন্দিত করছে। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি আড্ডায় এখন বণিক সমিতির নির্বাচনের আলোচনা।

সাধারণ ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর নির্বাচনে তারা খুব আনন্দ উপভোগ করছেন। এতদিন কেউ তাদের কিছু জিজ্ঞাসা করেনি। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রতিটি প্রার্থীই এসে ভোটারদের সাথে করমর্দন করে ভোট প্রার্থনা করছেন।

বারহাট্টা গোপালপুর বাজারের বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ বলেন, আমাদের বণিক সমিতির মোট ভোটার ৬৫৮ জন। ১০টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে ৬ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ৪টি পদের জন্য ১২ জন্য প্রার্থী প্রতিযোগিতা করছেন। সর্বশেষ ২০০৯ সালে নির্বাচন ব্যতীত ৪১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ৬৫৮ জন ভোটার এ বছর খুবই আনন্দিত। তারা নিজেদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারবেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ১ নভেম্বর শুক্রবার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই পরিবেশই তৈরি করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুন্দর রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সকাল থেকে থাকবে বলেও জানান ওসি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচনের ব্যাপারে আমি অবগত আছি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রত্যেক প্রার্থীই তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

T.A.S / জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী