ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

দোহারে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে গাছের চারা বিতরণ


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৫:৪৪

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১-এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দোহার শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূটির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দোহার শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. আব্দুল আলীম সরকারের (সিডিসিএস) সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আমিনের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোনপ্রধান আবু ছাঈদ মোহাম্মদ ইদ্রিস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ ও পরিচর্যায় আপনার নিরলস প্রচেষ্টা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। ভবিষ্যতে আপনি এ কর্মসূচিতে সক্রিয় থাকবেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবেন ইনশা আল্লাহ।

তিনি ‍আরো বলেন, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিয়েছে একটি গাছের কত প্রয়োজন। কারণ একটি গাছ যে পরিমাণ অক্সিজেন প্রদান করে তা আমাদের ক্রয় করে গ্রহণ করতে হলে আমরা বেশিদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের এফএভিপি ও নবাবগঞ্জ শাখার ম্যানেজার এএইচ মো. শফিউল্লাহ এবং ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ও আরডিএস জোন অফিসার মো. মশিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসপিও ও ম্যানেজার অপারেশন্স কেএম, গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে ব্যাংকের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও পরিচর্যায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রাহকদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজনকে শাখাপ্রধান কর্তৃক স্বাক্ষরিত একটি অভিবাদনপত্র, ১০ টি ফলদ গাছের চারা এবং নগদ ৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও ১ হাজার ৫০০ গ্রাহকের মাঝে একটি করে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়।

এমএসএম / জামান

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন