ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

খুবি'র দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১২:২

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতা-২০২৪ এ গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ০২ নভেম্বর (শনিবার) বিকেলে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের ৩য় তলাস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনকে পরাজিত করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, শিক্ষা-গবেষণার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট, ফুটবলসহ দাবা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এখান থেকে আগামীতে আরও বেশি দাবাড়ু খুঁজে বের করতে ডিসিপ্লিন (বিভাগ) ও স্কুল (অনুষদ) পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও অংশগ্রহণকারী দলের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ২৪টি ডিসিপ্লিনের মোট ১২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। খেলা পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল। ফাইনাল খেলা প্রথম বোর্ড সেরা হন এইচআরএম ডিসিপ্লিনের মুহতাসিম মাহমুদ, দ্বিতীয় বোর্ড সেরা হন গণিত ডিসিপ্লিনের রাতুল মন্ডল, তৃতীয় বোর্ড সেরা হন এইচআরএম ডিসিপ্লিনের গালিব সাফাতুল এবং চতুর্থ বোর্ড সেরা হন গণিত ডিসিপ্লিনের কাজী অর্ণব।

T.A.S / T.A.S

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি

ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় নারীসহ ৪ জন বহিরাগত আটক

জবিতে এককভাবে ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি

যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ

শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ

শিক্ষকের বিরুদ্ধে মামলা: শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কোর্স সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত

প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় দ্বিমুখী সংঘর্ষ

জাককানইবির বঙ্গমাতা হলে নতুন হাউজ টিউটর নিয়োগ

৮ দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি

বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী

বাকৃবিতে গ্রন্থাগারের উন্নয়নে উপাচার্যের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়