ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

খুবি'র দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১২:২

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ আয়োজিত আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতা-২০২৪ এ গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ০২ নভেম্বর (শনিবার) বিকেলে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের ৩য় তলাস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনকে পরাজিত করে।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, শিক্ষা-গবেষণার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট, ফুটবলসহ দাবা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এখান থেকে আগামীতে আরও বেশি দাবাড়ু খুঁজে বের করতে ডিসিপ্লিন (বিভাগ) ও স্কুল (অনুষদ) পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম এবং বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও অংশগ্রহণকারী দলের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ২৪টি ডিসিপ্লিনের মোট ১২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। খেলা পরিচালনায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল। ফাইনাল খেলা প্রথম বোর্ড সেরা হন এইচআরএম ডিসিপ্লিনের মুহতাসিম মাহমুদ, দ্বিতীয় বোর্ড সেরা হন গণিত ডিসিপ্লিনের রাতুল মন্ডল, তৃতীয় বোর্ড সেরা হন এইচআরএম ডিসিপ্লিনের গালিব সাফাতুল এবং চতুর্থ বোর্ড সেরা হন গণিত ডিসিপ্লিনের কাজী অর্ণব।

T.A.S / T.A.S

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা