জমি অধিগ্রহণ করতে প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম খুবি শিক্ষার্থীদের
খুলনা বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ২০৩ একর জমি অধিগ্রহণে প্রশাসনের অবহেলা নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার দুপুর ১টায় শহীদ মীর মুগ্ধ তোরণে এই মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা দুই দিনের আল্টিমেটাম দিয়েছে প্রশাসনকে।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র আজাদ মিয়া মানববন্ধনে বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু বর্তমানে এটি মাত্র ১০৬ একর এলাকায় সীমাবদ্ধ। এর ফলে একাডেমিক ভবন, খেলার মাঠ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় জমির অভাব দেখা দিচ্ছে, যা বিশেষভাবে ফরেস্ট্রি ও মৎস্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য বিপর্যয়কর।"
তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে জানান, "আমরা পূর্বে বহুবার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে অবহেলা সহ্য করেছি। এবার আমরা দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি। আবহাওয়া ও মৎস্য অধিদপ্তর থেকে জমি অধিগ্রহণের পদক্ষেপ নিতে হবে। যদি আমাদের দাবি পূরণ না হয়, তৃতীয় দিন থেকে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সম্পূর্ণরূপে বর্জন করা হবে। প্রয়োজনে আমরা শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাব।"
আজাদ আরও বলেন, "আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকতে প্রস্তুত। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না।" এই মানববন্ধন শিক্ষার্থীদের সংকল্পের প্রতিফলন, যা তাদের প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অবিরাম সংগ্রামের প্রমাণ।
T.A.S / T.A.S