ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

জিয়া পরিবারের পর আমার পরিবারই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি: গিয়াসউদ্দীন কাদের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৩:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরীকে দল থেকে করা কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজবী বরাবরে এ কারণ দর্শানোর নোটিশের জবাব দেন গিয়াসউদ্দীন কাদের চৌধুরী। 

এতে তিনি উল্লেখ করেন, গত ৫ নভেম্বর ইস্যুকৃত আপনার শোকজ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমি পেয়েছি। বিদেশে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও উত্তর দিয়ে বাধিত করছি। কথিত আবেদনকারীর অভিযোগের প্রেক্ষিতে প্রাপ্ত নোটিশে আমি, আমার পরিবার ও শুভাকাঙক্ষীরা ব্যথিত।

অভিযোগে উল্লেখিত বিষয়াদি আমি ও আমার পরিবারকে জনগনের সামনে হেয় প্রতিপন্ন করার একটি হীন অপকৌশল বলে মনে করি। অভিযোগ গুলো সম্পূর্ন ভিত্তিহীন, বানোয়াট ও অসৎ উদ্দ্যেশে প্রনোদিত।

উল্লেখ করতে চাই, আমি বিগত ১৭ বছর আওয়ামী রোষানলের পরেও দলের হাল ছাড়িনি। সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে দলের সকল কর্মসূচী সফলভাবে সম্পন্ন করেছি। আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে মামলা-হামলার শিকার ও শহীদ নেতাকর্মীদের দাফন কাপন সম্পন্ন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের পাশে ছিলাম।

এতে তিনি আরও উল্লেখ করেন, সর্বজন স্বীকৃত যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে জিয়া পরিবারের পরে আমার পরিবারই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এর পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয়ে ধারন করে আছি। পতিত স্বৈরাচার এবং তার দোসরগণ আমাকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে না পেরে, আমার বিরুদ্ধে এধরনের অপপ্রচার চালানোকে তাদের শেষ অস্ত্র মনে করছি। আমি আপনার মাধ্যমে দলের সকল নেতা-কর্মীকে আহবান করবো যেন এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সদা সচেতন এবং ঐক্যবদ্ধ থাকে।

অতএব, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে হেয় প্রতিপন্ন কিংবা প্রশ্নবিদ্ধ করা কিংবা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। কে বা কাহারা নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলের হাইকমান্ডকে আমি কিংবা আমার পরিবারের বিষয়ে ভূল তথ্য প্রদান করেছে। আমি সম্পূর্ণভাবে জাতীয়তাবাদী দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল।

এর আগে চট্টগ্রামের রাউজান উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ নানা অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। উত্তর দিতে তাকে আগামী তিন কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়।

তবে এ শোকজ নোটিশে উল্লেখিত বিষয় নিয়ে চট্টগ্রাম তথা রাউজান উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শোকজ নোটিশে উল্লেখিত বিষয়ের সঙ্গে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নূন্যতম সম্পৃক্ততা নেই বলেও দলের লোকজন দাবি করেছেন।

T.A.S / T.A.S

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু