ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

বারহাট্টায় মোবাইল দোকানে চুরি, পুলিশ ও বণিক সমিতির সন্দেহ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ২:৯

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারের মেইন রোডের পাশে গতরাতে একটি মোবাইল দোকানের লোহার তৈরি কেচি গেইট, সাটারের তালা ভেঙে এমনকি দোকানের ভেতর দিকের সার্টারের নাট কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় ৫২ টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায় চোর চক্র। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।

বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারে অবস্থিত 'ভাই ভাই টেলিকম' সেন্টারে শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। আজ (৯ নভেম্বর) শনিবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের সামনের কেচি গেইটের তালা ভাঙা এবং দোকানের সাটারে নতুন তালা লাগানো রয়েছে। দোকানের স্বত্বাধিকারী অভি শেখ উপজেলা সদরের কাশতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

দোকান মালিক অভি শেখ বলেন, আমার দোকানে লাগানো তালাগুলো স্বাভাবিকভাবে খুলতেই অনেক সময়ের প্রয়োজন হয়। নেত্রকোনা-মোহনগঞ্জ মেইন রোডের পাশে আমার দোকান। এই তালাগুলো ভাঙ্গতে অনেক সময় লেগেছে। এসময়ের মধ্যে বিষয়টি বাজারের পাহারাদারদের নজরে আসার কথা কিন্তু তাদের জিজ্ঞেস করলে এ ব্যাপারে তরা কিছুই বলতে পারেন না বলে জানান। আমার মনে হয় এ ঘটনার সাথে পাহারাদারাও জড়িত আছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার দোকানে থাকা ৫২ টি এন্ড্রয়েড মোবাইল তালা ভেঙে নিয়ে গেছে। আবার চুরি করার পর  আমার দোকানে নতুন তালা লাগিয়ে গেছে। এটা আমার সাথে নির্ঘাতই একটা নাটক।

উপজেলার গোপালপুর বাজারের নব নির্বাচিত বণিক সমিতির সভাপতি সহিদ মড়ল ঘটনাস্থলে এসে গতরাতে চুরির ঘটনাটি সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

গোপালপুর বাজারের নব নির্বাচিত বণিক সমিতির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ বলেন, দেশে যখন অরাজকতা চলছিলো, পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল। তখন আমাদের বাজারে কিছু টুকটাক চুরির ঘটনা ছাড়া বড় ধরনের কোন চুরির ঘটনা ঘটেনি। আমরা নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যে এরকম ন্যাক্কারজনক চুরির ঘটনা ঘটেছে। তাই আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগছে।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে- বর্তমানে আমাদের নির্বাচিত বনিক সমিতিকে প্রশ্নবিদ্ধ করতেই এই চুরির নাটক সাজানো হয়েছে। নিশ্চই কেউ ষরযন্ত্র করে এ ঘটনাটি ঘটিয়েছে। এই সময় তিনি সবাইকে উত্তেজিত না হয়ে নিরবে চোখ কান খুলা রেখে অপরাধীকে খুঁজতে বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, সরেজমিনে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। দোকান মালিক বলছে- কেচি গেইট কেটে ও সার্টারের তালা ভেঙে তার কিছু মোবাইল নিয়ে গেছে। যাওয়ার সময় দোকানের সাটারে  নতুন তালা লাগিয়ে গেছে।

তিনি আরও জানান, আমরা দোকানে ঢুকে দেখেছি তার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। কিন্তু পাল্টা জবাবে দোকান মালিক বলছে, তার দোকানের সিসি ক্যামেরা নষ্ট। বিষয়টি রহস্য জনক বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত আমরা লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠান