ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বারহাট্টায় মোবাইল দোকানে চুরি, পুলিশ ও বণিক সমিতির সন্দেহ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ২:৯

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারের মেইন রোডের পাশে গতরাতে একটি মোবাইল দোকানের লোহার তৈরি কেচি গেইট, সাটারের তালা ভেঙে এমনকি দোকানের ভেতর দিকের সার্টারের নাট কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময় ৫২ টি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায় চোর চক্র। যার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।

বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারে অবস্থিত 'ভাই ভাই টেলিকম' সেন্টারে শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। আজ (৯ নভেম্বর) শনিবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের সামনের কেচি গেইটের তালা ভাঙা এবং দোকানের সাটারে নতুন তালা লাগানো রয়েছে। দোকানের স্বত্বাধিকারী অভি শেখ উপজেলা সদরের কাশতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

দোকান মালিক অভি শেখ বলেন, আমার দোকানে লাগানো তালাগুলো স্বাভাবিকভাবে খুলতেই অনেক সময়ের প্রয়োজন হয়। নেত্রকোনা-মোহনগঞ্জ মেইন রোডের পাশে আমার দোকান। এই তালাগুলো ভাঙ্গতে অনেক সময় লেগেছে। এসময়ের মধ্যে বিষয়টি বাজারের পাহারাদারদের নজরে আসার কথা কিন্তু তাদের জিজ্ঞেস করলে এ ব্যাপারে তরা কিছুই বলতে পারেন না বলে জানান। আমার মনে হয় এ ঘটনার সাথে পাহারাদারাও জড়িত আছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার দোকানে থাকা ৫২ টি এন্ড্রয়েড মোবাইল তালা ভেঙে নিয়ে গেছে। আবার চুরি করার পর  আমার দোকানে নতুন তালা লাগিয়ে গেছে। এটা আমার সাথে নির্ঘাতই একটা নাটক।

উপজেলার গোপালপুর বাজারের নব নির্বাচিত বণিক সমিতির সভাপতি সহিদ মড়ল ঘটনাস্থলে এসে গতরাতে চুরির ঘটনাটি সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

গোপালপুর বাজারের নব নির্বাচিত বণিক সমিতির সাধারণ সম্পাদক আলতাবুর রহমান হানিফ বলেন, দেশে যখন অরাজকতা চলছিলো, পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল। তখন আমাদের বাজারে কিছু টুকটাক চুরির ঘটনা ছাড়া বড় ধরনের কোন চুরির ঘটনা ঘটেনি। আমরা নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যে এরকম ন্যাক্কারজনক চুরির ঘটনা ঘটেছে। তাই আমার মনে বিভিন্ন প্রশ্ন জাগছে।

তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে- বর্তমানে আমাদের নির্বাচিত বনিক সমিতিকে প্রশ্নবিদ্ধ করতেই এই চুরির নাটক সাজানো হয়েছে। নিশ্চই কেউ ষরযন্ত্র করে এ ঘটনাটি ঘটিয়েছে। এই সময় তিনি সবাইকে উত্তেজিত না হয়ে নিরবে চোখ কান খুলা রেখে অপরাধীকে খুঁজতে বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, সরেজমিনে গিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। দোকান মালিক বলছে- কেচি গেইট কেটে ও সার্টারের তালা ভেঙে তার কিছু মোবাইল নিয়ে গেছে। যাওয়ার সময় দোকানের সাটারে  নতুন তালা লাগিয়ে গেছে।

তিনি আরও জানান, আমরা দোকানে ঢুকে দেখেছি তার দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। কিন্তু পাল্টা জবাবে দোকান মালিক বলছে, তার দোকানের সিসি ক্যামেরা নষ্ট। বিষয়টি রহস্য জনক বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত আমরা লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা