ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

রাজস্থলী তে এইচপিভি ভ্যাকসিন বিষয়ে কমিউনিটি লিডার সাথে এডভেকেসী সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১১-১১-২০২৪ দুপুর ৪:৮

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যােগের সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জরাযু ভ্যাকসিন (এইচপিভি) টিকা বিষয়ে কমিউনিটি লিডার সাথে অরিয়েন্টেশন  একভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এভকোকেসী অরিয়েন্টেশন টেকনিকাল ট্রেনিং ট্রেনার হিসাবে  পরিচালনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিবলী আহমেদ।

উল্লেখ্য জরাযুমূখ ক্যান্সার রোগ বিষয়ের ডিসপ্লে স্লাইড মাধ্যমে এরোগ সর্ম্পকে লক্ষণ সমূহ ও এরোগের প্রতিরোধ চিকিৎসা প দ্বতি ধারণা প্রদান করা হযেছে। এবারে প্রতিপাদ্য  স্লোগান এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমূখ ক্যান্সার রুখে দিন। পার্বত্য চট্রগ্রাম সহ সারা বাংলাদেশের একযোগে এ এইচপিভি টিকা ১০-১৪ বছর কৈশোরীকে সরকারীভাবে গ্রামে গঞ্জে পাড়া ওর্য়াডে প্রাইমারী ও হাই স্কুলে পর্যায়ে ক্যাম্পিং মাধ্যমে স্বাস্থ্য কর্মীরা টিকা প্রদান করছেন।

ইউএইচএফপিও ডা: সিবলী আজকে একদিনব্যাপী তৃনমূল পর্যায় কারবারী হেডম্যান, চেয়ারম্যান, পাড়াকর্মী শিক্ষা বিভাগের কর্মকর্তা পু্লিশ বিভাগে প্রতিনিধি সহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা এ এডভোকেসী অরিয়েন্টেশন সভাতে অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান/ হেডম্যান বাবু উথিনসিং মারমা হেডম্যান বাথোয়াই মারমা হেডম্যান প্রতিনিধিও সিনিয়ার সহসভাপতি সাংবাদিক চাইথোয়াইমং মারমা ইউপি চেয়ারম্যান প্রতিনিধি মে ম্বার মো: কামাল হোসেন, রাজস্থলী থানা এসআই সজল সহ বিভিন্ন মৌজা হতে হেডম্যান কারবারী সহ শিক্ষা কর্মকর্তা   স্বাস্থ্য কর্মচারী পাড়াকর্মী উপস্থিত ছিলেন। ট্রেনার ডা: সিবলী বলেন,আপনারা জনগনের পাশে থেকে এ জরাযুমূখ রোগ বিষয়ে গ্রামে গঞ্জে পাড়া ওর্য়াডে সচেতনতা বাড়াতে  ছড়িয়ে দিতে চাই। প্রতিটি কিশোরী ১০-১৪ বয়সে সকলে বিনামূল্য এইচপিভি টিকা আওতায় আনার আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।যাতে কোন কিশোরী পাড়া ওর্য়াডে তৃনমূল পর্যায় বিনামূল্য টিকা প্রদান ম্যাসেজ দিবেন।

শুধু জন্মনিবন্ধন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সহজে করা যাবে বলে এ তথ্য দেন। আবার কারো যদি কিশোরী  জন্মনিবন্ধন না থাকলে তারা এ এইচপিভি টিকা দেয়া যাবে শুধু আলাদা নাম তালিকা তৈরি করে অভিভাবক/ প্রতিবেশী  মোবাইল নাম্বারে রেফারেন্স এন্ট্রি  করলে নিকস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে যোগাযোগ করতে হবে। এরোগ জরাযু ক্যান্সার প্রতিবছর পাঁচ হাজার নারীরা মৃত্যুবরন করছে যা জরিপে দেখা যায়। তাই সকলে এ জরাযু ক্যান্সার রোগ সর্ম্পকে প্রতিটি নাগরিক প্রাথমিক সাধারণ লক্ষণ সমূহ জানতে হবে, নিজে এরোগ সচেতন হোন অন্যজনকে এরোগ সর্ম্পকে জানান। তিনি আরো বলেন,জরাযু ক্যান্সার টেষ্ট ভায়ো পরীক্ষা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিনামূল্য পরীক্ষা করা হয় বলে জানানো হয়। এটিকা দিলে কিশোরী নারী ৭০% প্রতিরোধ নিরাপদে থাকতে পারবে বলে ট্রেনিং এডভোকেসি অরিয়েন্টেশন সকল উদ্দেশ্য জানানো হয়।

T.A.S / T.A.S

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ