সাতকানিয়ায় স্কুল পুড়িয়ে দেয়া সেই ২ দূর্বৃত্ত গ্রেফতার, পুলিশের হাতে রয়েছে মাদক মামলাও
চট্টগ্রামের সাতকানিয়ায় সরকার পরিবর্তনের সুযোগে পূর্ব শত্রুতার জেরে একটি কিন্ডার গার্ডেন স্কুল পুড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় দুই দুর্বৃত্তদের গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাদেঁর পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো ধর্মপুরের চাঁদের পাড়া এলাকার মৃত সরদার মিয়ার ছেলে বেলাল ও রফিক আহমদের ছেলে ফরিদ আহমদ,তবে তাদের সাথে একই মামলার আসামী উপজেলার চিহ্নিত মাদককারবারী আয়ুব আলী প্রকাশ আয়ুব ডাকাত(৫০)সহ মোট ১২জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাতকানিয়ার ধর্মপুরের বাসিন্দা ও প্রবাসী শহিদুল ইসলাম বাবু এলাকার গরীব অসহায় মানুষের ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে, ধর্মপুরের চাঁদের পাড়ায় ২০২০সালে তার নিজ নামীয় খাসখতিয়ান ভুক্ত জায়গায় ধর্মপুর আইডিয়াল কিন্ডারগার্টেন নামক একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিন্তু দিন দিন স্কুলের সুনাম বৃদ্ধি পাইলে বেলাল,ফরিদ,আয়ুব গংদের লোলুপ দৃষ্টি পড়ে,ফলে প্রায় সময় তারা প্রতিষ্ঠানটি দখল করার কু-মানসে পায়তারা চালিয়ে আসছিলো।
সর্বশেষ সরকার পরিবর্তনের সুযোগে দেশব্যাপী চলমান সহিংসতার সুযোগে গত ৮/৮/২০২৪ তারিখে ডাকাত আয়ুবের সরাসরি নেতৃত্বে বিদ্যালয়টির টিন দরজা ও ফ্যান, ফ্রীজ, টিভি খুলে নিয়ে সকল আসবাবপত্রসহ অগ্নিসংযোগ ও ভাংচুর করেন। পরে স্কুলটির কেয়ারটেকার প্রবাসী শহিদুল ইসলাম বাবুর খালাত ভাই কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো:আজগর আলী বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করলে আদালত তা এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সাতকানিয়া থানাকে নির্দেশ প্রদান করেন।
এদিকে গ্রেফতারের বিষয়ে সাতকানিয়া থানার এসআই রায়হান বলেন, হ্যাঁ তাদেরকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে, সাতকানিয়া থানা থেকে তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।
অপরদিকে মামলার প্রধান আসামি আইয়ুব প্রকাশ ডাকাত আয়ুব এখনো গ্রেফতার না হওয়ায় বাদী আজগর আলীকে বিভিন্ন হুমকিধামকি দিয়ে আসছেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেন বাদী আজগর আলী নিজেই।
আজগর আলী আরো জানান,আয়ুবের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে,এবং ওইসব মামলায় সে গ্রেফতারও হয়েছিলো তবুও বেপরোয়া।
T.A.S / T.A.S
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা