ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৬:৫৪

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা  'বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি' তথা বিএসসি'র উদ্যোগে পর্যটন নগরী খ্যাত রাঙামাটিতে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় 'পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

রাঙামাটির 'গ্রীণ ক্যাসেল' হোটেলের হলরুমে অনুষ্টিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন বিএসসি'র উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজুলল কাদের চৌধুরী।তবে প্রায় তিনঘন্টা ধরে চলা ওই সেমিনারের শুরুতেই একটানা ৫৫ বছর ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত,স্থানীয় দৈনিক গিরি দর্পনের সম্পাদক রাঙামাটির প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বিএসসি'র পক্ষ থেকে এক নান্দনিক আয়োজনে 'সংবর্ধনা' দেয়া হয়।

এসময় বিএসসি'র পক্ষ থেকে তুমুল করতালির মধ্য দিয়ে তাঁকে 'রত্ন সাংবাদিক' উপাধিতে ভূষিত করে অনুষ্ঠান সভাপতি একটি উত্তরীয় পরিয়ে দেন। পাশাপাশি তাঁর হাতে একটি আকর্ষণীয় 'সম্মাননা স্মারক' তুলে দেয়া হয়।পরে বিএসসি'র উদ্যোগে কেন তাঁকে এই প্রথম 'রত্ন সাংবাদিক' খেতাবে ভূষিত করে সংবর্ধনা দেয়া হয়, তার একটি অসাধারণ 'ঘোষণাপত্র' পাঠ করা হয়।

এ সময় মঞ্চে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোষণাপত্রের রচয়িতা, বিএসসি'র প্রধান উপদেষ্টা অনুসন্ধ্যানী সাংবাদিক সাইদুর রহমান রিমন, রাঙামাটির পুলিশ সুপার (ট্যুরিষ্ট পুলিশ) আদনান তাইয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, দ্য ডেইলি কমার্শিয়ার টাইমস সম্পাদক লায়ন সুজিত দাশ ও দৈনিক আলোকিত চট্টগ্রাম সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী।

বিএসসি'র 'যুগ্ম আহবায়ক' প্রতিদিনের বাংলাদেশে কর্মরত সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর প্রাণবন্ত সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি, বিএসসির অন্যতম যুগ্ম আহবায়ক সেমিনারের সমন্বয়ক মো. কামাল উদ্দিন।

পরে 'পর্যটন বিকাশে সাংবাদিকদের ভূমিকা' শীর্ষক' তিনঘন্টা ধরে চলা দুর্দান্ত এক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় পর্যটন উদ্যোক্তা, অনলবর্ষী বক্তা বাদশা ফয়সাল,  রাঙামাটিতে কর্মরত বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি শান্তিময় চাকমা,চ্যানেল news24 ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু, নাইকংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুর রশিদ, বিএসসি'র দুই যুগ্ম আহবায়ক সোহাগ আরেফিন, হায়দার হোসেন, সদস্য নাছির উদ্দিন পল্লব, আবদুল আহাদ, গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা তাঁদের দীর্ঘ বক্তব্যে রাঙামাটিতে পর্যটন বিকাশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা বিধান সহ বেশ কিছু সময় উপযোগী 'সুপারিশ'মালা  খোলামরলা ভাবে তুলে ধরেন।সেমিনার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীতে পরিবেশন করেন।

T.A.S / T.A.S

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু